সোমবার, ০৫ জুন ২০২৩, ০৯:২৯ পূর্বাহ্ন

হাবিপ্রবির ছাত্র হলে ইয়াবা সেবন, আটক ২

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ১০.৪৭ পিএম

হাবিপ্রবি টুডেঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( হাবিপ্রবি) তাজউদ্দীন আহমেদ হলে ইয়াবা সেবনকালে বহিরাগত ২ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমেদ হল সংলগ্ন স্টোর রুম থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- আসাদুজ্জামান সুমন (১৯) ও আলম হোসেন। সুমন বাশেরহাট উপজেলার মহাবলীপুর এলাকার অহিদুল ইসলামেতর ছেলে। আলম দিনাজপুর সদরের উত্তর সাদীপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন জানান, “গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সহকারী প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাজউদ্দীন আহমেদ হলের গণরুম সংলগ্ন স্টোর রুম হতে দুজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”


সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের হাবিপ্রবি প্রতিনিধি তানভির আহমেদ।


 

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today