হাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রবিবার

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :
হাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রবিবার

হাবিপ্রবি টুডে– হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল (রবিবার)।

ভর্তি পরীক্ষার ফলাফলের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক দ্য ক্যাম্পাস টুডেকে বলেন, ‘ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমরা দ্রুত ফলাফল প্রদানের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি আগামীকাল যে কোনো সময় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারবো।’

এ বছরের ভর্তি পরীক্ষায় ২০০৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৭২৩ জন পরীক্ষার্থীর আবেদন জমা পড়েছিল। একটি সিটের বিপরীতে লড়েছেন ৪৮ জন।

ফলাফল এবং ভর্তির পরবর্তী প্রক্রিয়ার বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( hstu.ac.bd)থেকে জানা যাবে।

উল্লেখ্য, এ বছরের ভর্তি পরীক্ষায় অসুদুপায় আবলম্বন করায় ভর্তিচ্ছু দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া দুই কর্মচারীকে ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের হাবিপ্রবি প্রতিনিধি মোঃ তানভির আহমেদ।



 

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds