১০ই আগস্ট হচ্ছে না জবির সেমিস্টার ফাইনাল

১০ই আগস্ট হচ্ছে না জবির সেমিস্টার ফাইনাল

ফারহান আহমেদ রাফি, জবি প্রতিনিধি: করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় , পূর্বঘোষিত ১০ই আগস্ট হচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেমিস্টার ফাইনাল এক্সাম।

সোমবার (১২ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, পরিচালক (ছাত্র-কল্যাণ), পরীক্ষা নিয়ন্ত্রক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন

সভার সিদ্ধান্ত থেকে জানা যায়,
১) ১০ ই আগস্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে না ।

২) সেমিস্টার ফাইনাল কবে হবে তা পরীক্ষা শুরুর ৪ সপ্তাহ আগে জানিয়ে দেয়া হবে।

৩) শিক্ষার্থীরা পরীক্ষা শুর হওয়ার আগ পর্যন্ত তাদের এক্সাম ফি সহ সকল ফি পরিশোধ করতে পারবে।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, করোনার এই ভয়াবহতার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চলমান মিড পরীক্ষা গুলো নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, পরীক্ষাগুলো ১৮ জুলাই এর মধ্যে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, পরীক্ষাগুলো শিক্ষকদের সুবিধা মত সময়ে নিতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *