১৯৭১- ২০২১: ৫০ বছরে এসে ক্যালেন্ডারে এক অদ্ভুত মিল!

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :
৫০ বছরে এসে ক্যালেন্ডারে এক অদ্ভুত মিল!

ক্যাম্পাস টুডে ডেস্কঃ ৫০ বছরে এসে ইংরেজি ক্যালেন্ডারে এক অদ্ভুত মিল!যেন ঠিক ভবিষ্যতের কোন কিছু একই রুপে বর্তমানে ফিরে আসা। প্রায় সময় আমাদের আশে পাশে ঘটে থাকে বিচিত্র কিছু ঘটনা। এক ঘটনার সাথে আরেক নতুন ঘটনা কাকতালীয় ভাবেই মিলে যায়।

ইংরেজি বর্ষপঞ্জি ১৯৭১ সালের সাথে ২০২১ সালের বর্ষপঞ্জিতে তারিখ গুলো যেন অদ্ভুত ভাবে মিলে গেছে। দুই- চারটি তারিখ নয় পুরো বছর জুড়েই রয়েছে দিন মাস ও সপ্তাহের মিল।

১৯৭১ সাল ঠিক যে দিনটিতে শুরু ও শেষ হয়েছিল ২০২১ সালও ঠিক সে দিনটিতেই শুরু ও শেষ হচ্ছে। ২০২১ সালের বর্ষপঞ্জি ১৯৭১ সালের সাথে শুধু শুরু ও শেষের দিনটিই নয় বছরের সব কটি দিনই ১৯৭১ সালের সাথে মিল রয়েছে।

বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছরের দ্বারপ্রান্তে এসে পুরো আমাদের (বাঙালি জাতির) জন্য বছরটি আনন্দের ও মহত্ত্বের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাঙ্গলাদেশ ফিরে গেল তার জন্মবর্ষে।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet