১ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫ কেজি চালের দামে

thecampustodaycouc Avatar

ক্যাটাগরি :

জাতীয় টুডে: দিনদিন দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। গতকাল পর্যন্ত পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৪০-১৫০ টাকা দরে বিক্রি হলেও আজ সেটা বেড়ে দাড়িয়েছে ২০০ টাকা কেজি দরে। খুঁচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২২০ টাকায়। যার ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সব কাঁচা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকা দরে।
পেঁয়াজের এমন লাগামহীনতায় সবচেয়ে বেশি ঝামেলা পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। আক্ষেপ নিয়ে কয়েকজন ক্রেতা বলেন, ৫ কেজি চালের দাম যেখানে ২০০ টাকা সেখানে আমাদের ১কেচি পেঁয়াজ কিনতে হচ্ছে ২২০ টাকায়। ১ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫ কেজি চালের দামে।
রাজধানীর কারওয়ান বাজারের একাধিক পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী বলেন, বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে বলে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। আপনারা সরকারকে বলেন পেঁয়াজের পাইকারি বাজার নিয়ন্ত্রণ করতে। পাইকারি বাজারে দাম কমলে খুচরা বাজারেও কমে আসবে দাম।

#দ্যা ক্যাম্পাস টুডে
#শেয়ার

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds