১ মিনিটে ক্যাম্পাস টুডে | ২০ এপ্রিল ২০২১

ক্যাম্পাস ভিত্তিক পাঠক প্রিয় নিউজ পোর্টাল দ্য ক্যাম্পাস টুডে নিয়মিত আয়োজন ‘১ মিনিটে ক্যাম্পাস টুডে’। নিয়মিত দেখতে The Campus Today এর পেজে প্রতিদিন রাত ১১টায় চোখ রাখুন।

১) নতুন মেয়াদে লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

২) দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু চেয়ার । ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনের এ তথ্য জানানো হয়।

৩) মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু। ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আজ মঙ্গলবার থেকে টেলিটক সিমের মাধ্যমে ১ হাজার টাকা ফি দিয়ে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ৫ মে।

৪) ঢাকা বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রথম। সম্প্রতি প্রকাশিত স্পেনের সিমাগো ইনস্টিটিউশন র‌্যাংকিংয়ের ২০২১ সংস্করণে এ তথ্য জানানো হয়েছে। শীর্ষ দুই ও তিনে রয়েছে যথাক্রমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ও ঢাকা বিশ্ববিদ্যালয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশসেরা ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

৫) জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নামে বুয়েটের ভবনের নামকরণ। জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর নামে বুয়েটের একটি একাডেমিক ভবনের নামকরণ করতে যাচ্ছে বুয়েট প্রশাসন ।

৬) শিক্ষক-কর্মকর্তা পদে নিয়োগ দেবে ডুয়েট। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা হিসেবে ৪টি পদের বিপরীতে ৫ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Scroll to Top