পহেলা সেপ্টেম্বর থেকে খুবিতে অনলাইন ক্লাস শুরু

ক্যাম্পাস টুডে ডেস্ক


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি)আগামী ১ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় টার্মের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার(১জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সঙ্গে অনলাইন মিটিংয়ের সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। অনলাইনে ক্লাস শুরু হলেও পরীক্ষাগুলো করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানা যায়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন,
একাডেমিক ক্যালেন্ডার অনুসারে পহেলা জুলাই থেকে দ্বিতীয় টার্ম শুরু হওয়ার কথা। কিন্তু গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রথম টার্মের ক্লাস-পরীক্ষা অসমাপ্ত রয়েছে। তাই আমরা দ্বিতীয় টার্ম শুরু করবো সেপ্টেম্বরে।

তিনি আরও বলেন, বর্তমান করানা মহামারী পরিস্থিতিতে শিক্ষা সেক্টর স্থবির হয়ে পড়েছে। শিক্ষার্থী এবং অভিভাবকরা মানসিকভাবেও উৎকণ্ঠায় রয়েছে। সরকার এবং ইউজিসি উদ্ভুত সমস্যা সমাধানে নানাভাবে প্রচেষ্টা চালাচ্ছে। শিগগির কিছু নির্দেশনা বা গাইড লাইন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় হিসেবে স্ব-প্রতিষ্ঠানের উদ্যোগ এখানে বিশেষ গুরুত্ব রাখে। সে বিবেচনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালুর ব্যাপারে ইতোমধ্যে গত দুই মাস ধরে বিভিন্ন জরিপ ও সুবিধা-অসুবিধা নিরুপনের চেষ্টা করা হচ্ছে।

সভায় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের অসুবিধা নিয়ে বলেন, শিক্ষার্থীদর ইটারনেট, বিদ্যুৎ সুবিধার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ প্রায় সম্পন হয়েছে। এসব বিষয়ে দুইটি কমিটি কাজ করছে এবং তাদের নিকট থেকেও বেশ কিছু তথ্য আসছে, সুপারিশ ও পাওয়া যাবে। আমরা শিক্ষার্থীদের সুবিধা অসুবিধাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তা সমাধানের চেষ্টা করছি।

উল্লেখ্য ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভেস্টবৃন্দ, আইকিউএসির পরিচালক, আইসিটিসেলের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, জনসংযাগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) যুক্ত ছিলেন।

Scroll to Top