৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে খুবিতে ওয়েবিনার

৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে খুবিতে ওয়েবিনার

ক্যাম্পাস টুডে ডেস্ক

শোকাবহ ০৩ নভেম্বর জেলহত্যা স্মরণে খুলনা বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ আগামী ০৩ নভেম্বর সকালে ১১:০০টায় জেলহত্যা দিবস পিছনে ফিরে দেখা শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করেছে।
উক্ত ওয়েবিনারে মূখ্য আলোচক হিসেবে অংশ নিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ-এর কন্যা ও মাননীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

এছাড়া আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, মাননীয় উপ-উপাচার্য এবং প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, মাননীয় ট্রেজারার, খুলনা বিশ্ববিদ্যালয়। উক্ত ওয়েবিনারে সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

উক্ত আলোচনা সভায় সকল ডিন, ডিসিপ্লিন প্রধান/ পরিচালক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, প্রভোস্টবৃন্দসহ সকল পরিচালক এবং বিভাগীয়/দপ্তর প্রধানকে স্বশরীরে প্রশাসনিক ভবনের (৪র্থ তলা) সম্মেলন কক্ষে উপস্থিত অথবা অনলাইনে সংযুক্ত থাকার জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, সকল শিক্ষক ও কর্মকর্তাকে ভার্চুয়ালি অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এছাড়াও সরাসরি দেখতে পাবেন খুলনা বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল ফেসবুক পেইজে(https://www.facebook.com/ku.ac.bd.official)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *