৪৩ তম বিসিএস আবেদন ফরম পূরণ শুরু
ক্যাম্পাস টুডে ডেস্কঃ ৪৩ তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে । অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চলবে ৩০ ডিসেম্বর ২০২০ থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত।
পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।
এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
আবেদন ফরম পূরণ করুন http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।
বয়সসীমা : ১-১১-২০২০ তারিখ অনুসারে।
পদ সংখ্যা : ১৮১৪টি পদ।
আবেদন ফি : ৭০০ টাকা।
আবেদনের সময়সীমা : ৩০-১২-২০২০ থেকে ৩১-০১-২০২১ তারিখ।
অনলাইনে আবেদনঃ http://bpsc.teletalk.com.bd
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা ৪৩ তম বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারবে। শিক্ষামন্ত্রী ড দিপু মনির বক্তব্য অনুযায়ী ৪র্থ বর্ষের স্থগিত পরীক্ষাগুলো জানুয়ারি মাসের মধ্যেই সম্পন্ন করা হবে। যদি জানুয়ারি মাসের ৩১ তারিখের আগে ৪র্থ বর্ষের সকল লিখিত পরিক্ষা সম্পন্ন হয় তাহলে মৌখিক ও ব্যাবহারিক পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা ৪৩ তম বিসিএসে আবেদন করতে পারবেন।
এর আগে গত ৩০ নভেম্বর রাতে একসাথে দুই বিসিএসের (৪২ ও ৪৩তম) বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।