দ্যা ক্যাম্পাস টুডেঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) সম্ভাব্য তারিখে পরিবর্তন এনেছে। প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করে ১৫ অক্টোবরের পরিবর্তে ২৯ অক্টোবর করা হয়েছে।
আজ মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নুর আহমদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।তবে এই তারিখ পুনঃনির্ধারণের কোনো কারণ জানায়নি পিএসসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৪৩তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) সম্ভাব্য তারিখ ১৫.১০.২০২১ এর পরিবর্তে ২৯.১০.২০২১ পুনঃনির্ধারণ করা হলো। পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে সংবাদমাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সংবাদটি শেয়ার করুন