ক্যাম্পাস টুডে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ শুক্রবার৷ আজ সকাল ১০টা থেকে ১১টা এই ভর্তি পরীক্ষা শুরু হয়।
জানা যায়, এবার সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মোট ১১ হাজার ৬৩০টি আসনে ভর্তি হতে লড়ছেন ২০ হাজার ১৫০ জন শিক্ষার্থী।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ- এই ৭ টি কেন্দ্রে একযোগে আজকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দ্য ক্যাম্পাস টুডে
সংবাদটি শেয়ার করুন