৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসে রেকর্ড

৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসে রেকর্ড

সানজিদ আরা সরকার বিথী, ঢাবি


ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের মুলতবিকৃত বার্ষিক অধিবেশন আজ ২৩ জুলাই, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত অধিবেশনে।

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান সভাপতিত্বে এই অধিবেশনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, মেহের আফরোজ চুমকি,এমপি, ড. আবদুস সোবহান মিয়া এমপি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনাম উজ্জামানসহ ও সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনেটের এই মুলতবি অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ২০২০-২০২১ অর্থ বছরের ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার রাজস্ব ব্যয় সংবলিত প্রস্তাবিত বাজেট এবং ২০১৯-২০২০ অর্থ বছরের ৮৪৫ কোটি ১৫ লাখ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করেন। অধিবেশনে এই বাজেট গৃহীত ও অনুমোদিত হয়।

গবেষণাখাতের বাজেট থেকে কয়েকটি অনুষদের গবেষণার সরঞ্জাম কেনা এবং কয়েকটি অনুষদ-বিভাগের ল্যাবরেটরি যন্ত্রপাতি কেনা ও ল্যাব স্থাপনে ১৩ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে৷

এছাড়া গবেষণা মঞ্জুরী হিসেবে রয়েছে ৯ কোটি ৫০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের ৫৬টি গবেষণাকেন্দ্রের জন্য ৭ কোটি ৫০ লাখ টাকা, গবেষণা প্রকল্পে বিশেষ অনুদান হিসেবে ২ কোটি টাকা এবং শিক্ষকদের গবেষণা ভাতা হিসেবে বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি টাকা৷

আবার গত বছরের (২০১৯-২০ অর্থবছর) বাজেটে গবেষণাখাতে বরাদ্দের পুরো টাকাও ব্যয় করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়৷

গত বছর গবেষণা খাতে ৪০ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ হলেও সংশোধিত বাজেটে গবেষণাখাতে মোট ব্যয় দেখানো হয়েছে ৩৭ কোটি ৭২ লাখ ৮৭ হাজার টাকা৷

তবে এবছর শিক্ষকদের গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক প্রকাশনা বা জার্নালে প্রকাশ করতে সহায়তার জন্য একটি নতুন খাত সৃষ্টি করে সংশোধিত বাজেটে ২০ লাখ এবং আগামী প্রস্তাবিত বাজেটে ১ কোটি টাকা রাখা হয়েছে।

সিনেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন, মাস্টার প্ল্যান প্রণয়ন ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখার লক্ষ্যে নানাবিধ কর্মপ্রয়াস ও উদ্যোগ অব্যাহত রয়েছে। করোনাকালীন ও করোনাত্তোর সমস্যা মোকাবেলা করে শিক্ষার্থীদের সুরক্ষা প্রদান এবং শিক্ষা ও গবেষণার গুণগত মান নিশ্চিতকরার লক্ষ্যে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান তিনি।’

তিনি আরও বলেন,’ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিজ্ঞান সম্মত উপায়ে ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয় সামনের দিকে এগিয়ে যাবে । মুজিববর্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’-এর জন্য চলতি অর্থবছরের বাজেটে প্রাথমিক বরাদ্দ রাখা হবে বলেও জানান তিনি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *