ওরা কি জানে না?

ওরা কি জানে না?
নাহিদুল ইসলাম ইমন


ওরা ভাবে আমি হেরে যাচ্ছি,
অথচ আমিতো জ্বলছি,
ঠিক যেমন লোহা জ্বলে নতুন আকারের অপেক্ষায়!
ওরা ভাবে আমার সূর্য নাকি অস্তমিত,
কিন্তু ওরা কি জানে?
অচিরেই আমার সূর্য হয়ে উঠবে তেজদীপ্ত!

ওরা ভাবে আমার স্বপ্ন হয়তো শেষ,
তবে হয়তো ওরা জানেনা,
আমার স্বপ্নের নেই থেমে যাওয়া,
নেই ক্লান্তি,নেই ক্লেশ!

আমি এক স্বপ্নবাজ,
আমি স্বপ্নময় তীরন্দাজ!
আমি উদ্যমী,আমি পরিশ্রমী,
আমার নেই থেমে যাওয়া।
ওরা কি এটা জানেনা?
নাকি মানেনা?

লেখাঃ শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী

Scroll to Top