ক্যাম্পাস টুডে ডেস্কঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীরা সোমবার (২৪ মে) থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ৬ জুন পর্যন্ত।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://www.butex.edu.bd লিখিত পরীক্ষার জন্য ৬০০ আসনের বিপরীতে ১৬৯১২ জনকে নির্বাচিত করা হয়েছে। এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৮ জন ভর্তিচ্ছু।
গত ৫ এপ্রিল থেকে বুটেক্স ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলে ৮ মে পর্যন্ত। আগামী ১৮ জুন দুই ঘন্টাব্যাপী লিখিত টাইপ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।