জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ঢাবিতে বিশেষ সেল গঠন!

সানজিদ আরা সরকার বিথী

ঢাবি প্রতিনিধি


জাতিসংঘের দ্যা সাসটেইনেবল ডেভলপমেন্ট সলিউশন্স নেটওয়ার্ক এর উদ্যোগে গত ৯ এবং ১০ জুলাই অনুষ্ঠিত হয়েছে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য/প্রেসিডেন্টদের অংশগ্রহণে দু’দিনব্যাপী শীর্ষক এক বিশেষ আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলন যেটি জাতিসংঘের  সদরদপ্তর থেকে অনুষ্ঠিত হয়েছে। এতে জাতিসংঘের মহাসচিব মি. এ্যান্টনিও গুটারেস বক্তব্য প্রদান করেন।

এই আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উভয়দিনেই অংশগ্রহণ করেন। তিনি এই সভা থেকে তার লব্ধ অভিজ্ঞতা নিয়ে আলোচনা, ও দিকনির্দেশনা প্রদানের জন্য আজ বুধবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক বিশেষ ভার্চুয়াল সভার আয়োজন করা হয়।ভার্চুয়াল সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন গবেষণা কেন্দ্রের পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্যরা সংযুক্ত হন।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে একটি ‘এসডিজিএস রেসপন্স কো-অর্ডিনেশন সেল’ গঠন করা হয়েছে এই সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে প্রধান করে বিভিন্ন অনুষদের ডিন, আইবিএ এর পরিচালক এবং আইসিই এর পরিচালকের সমন্বয়ে এই সেলটি গঠন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ ইনস্টিটিউটের চলমান কর্মপ্রয়াস বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম পুণর্বিন্যাস, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অ্যাকশন প্ল্যান তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া, উদ্ভাবন ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে বহুমাত্রিক উদ্যোক্তা তৈরি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলন আয়োজনের মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে আন্ত:সম্পর্ক উন্নয়ন এবং সামাজিক, মানবিক, নৈতিক ও বৈশ্বিক মূল্যবোধ অনুশীলন ও সমুন্নত রাখার ব্যাপারে সভায় অভিমত ব্যক্ত করা হয়।’

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এসডিজি অর্জনে সকলের দৃঢ় প্রত্যয় ও আগ্রহ দেখে সকলকে ধন্যবাদ জানান এবং কর্মপ্রয়াস চালিয়ে যাওয়ার জন্য আহবান করেন।

Scroll to Top