ডাড হেলমুট-স্মিট মাস্টার্স বৃত্তি

ডাড হেলমুট-স্মিট মাস্টার্স বৃত্তি

স্নাতকোত্তর করার জন্য যেসব শিক্ষার্থী বিদেশে পাড়ি দিতে চান, তাঁদের কাছে ডাড হেলমুট-স্মিট মাস্টার্স স্কলারশিপ বেশ লোভনীয় এক সুযোগ। দ্য জার্মানি একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস, যা সংক্ষেপে ডাড স্কলারশিপ নামে পরিচিত। এই স্কলারশিপে জার্মানিতে ১০ থেকে ১৪ মাস মেয়াদি স্নাতকোত্তর করা যায়। ১৯২৫ সালে চালু হওয়া ডাড হলো জার্মানির অন্যতম স্কলারশিপ।

জার্মানি একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের অর্থায়নে এ বৃত্তি দেওয়া হয়। উন্নয়নশীল দেশের স্নাতকোত্তর শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারেন। প্রতিবছর প্রায় দেড় লাখ শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হয়।

যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে

  • অর্থনৈতিক বিজ্ঞান
  • রাজনৈতিক অর্থনীতি
  • উন্নয়ন সহযোগিতা
  • ব্যবসায় প্রশাসন
  • চিকিৎসা ও জনস্বাস্থ্য
  • কৃষি ও বনবিজ্ঞান
  • প্রাকৃতিক এবং পরিবেশবিজ্ঞান
  • ম্যাথমেটিকস প্রকৌশল-সম্পর্কিত বিজ্ঞান
  • মিডিয়া স্টাডিজ
  • আঞ্চলিক ও নগর-পরিকল্পনা
  • সামাজিক বিজ্ঞান
  • শিক্ষা ও আইন

সুযোগ-সুবিধা

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
মাসিক ৯৩৪ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৯ হাজার ৩৪ টাকা) বৃত্তি প্রদান।
স্বাস্থ্যবিমা, ভ্রমণ ভাতা, অধ্যয়ন ও গবেষণাকাজের জন্য ভর্তুকি দেওয়া হবে।
বিশেষ ক্ষেত্রে বাড়িভাড়া এবং পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে।
৬ মাস মেয়াদি জার্মানির ভাষা কোর্স।

আবেদনের যোগ্যতা

স্নাতক ডিগ্রি থাকতে হবে।
স্নাতক সম্পন্ন করার ৬ বছরের মধ্যে আবেদন করতে হবে।
আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬.৫ হতে হবে।
প্রার্থীকে উন্নয়নশীল দেশের
হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র

অনলাইন আবেদন ফরম

সব একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট
ইউরো পাস ফরম্যাটেড সিভি
স্টেটমেন্ট অব পারপাস
বিশ্ববিদ্যালয়ের অফার লেটার
২টি রিকমেন্ডেশন লেটার
কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
আইইএলটিএস সার্টিফিকেট
জাতীয় পরিচয়পত্র
পাসপোর্টের কপি

আবেদনের প্রক্রিয়া

প্রথমেই ডাডের অনুমোদিত কোর্সগুলো থেকে আপনাকে নিজের পছন্দের কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। তারপর আবেদন করে ফেলুন। মনে রাখবেন, আপনি সর্বোচ্চ তিনটি কোর্সে আবেদন করতে পারবেন। এরপর বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের নির্বাচন করবে। আর তারাই আপনাকে ডাড স্কলারশিপে আবেদন করতে বলবে। ওয়েবসাইট

আবেদনের শেষ সময়: আগামী ৩১ জুলাই। সূত্র- আজকের পত্রিকা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *