ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

 

ডেস্ক রিপোর্ট


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার শুভ জ্যোতি মন্ডল (২২) নামেএক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর আদাবর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান।

আজ (১৪ অক্টোবর) বিকেলে সংবাদ পেয়ে আদাবর মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৪ নম্বর রোডের ১৪১ নম্বর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, শুভ জ্যোতি ঢাবির চারুকলার ছাত্র ছিলেন। আদাবরে ওই বাসায় বোন ও দুলাভাইয়ের সঙ্গে থাকতেন তিনি।
তিনি আরও জানান, শুভ জ্যোতির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।

আইনি প্রক্রিয়া শেষে ঢাবির ওই ছাত্রের লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Scroll to Top