ঢাবিতে ওয়াটার পোলো প্রতিযোগিতার আয়োজন করল ডাকসু

ঢাবি টুডে: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে শেখ রাসেল আন্ত: হল ওয়াটার পোলো প্রতিযোগিতার পর্দা উঠেছে আজ।
সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে সূযোগ -সুবিধা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সূচিতে ওয়াটার পোলো খেলাটি নেই। এ বছর আন্ত: বিশ্ববিদ্যালয় ওয়াটার পোলো প্রতিযোগিতায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তার ধারাবাহিকতায় হল পর্যায় থেকে খেলোয়াড় অন্বেষণ ও বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সূচিতে এ খেলার অন্তর্ভুক্তিকরনের চেষ্টার অংশ হিসাবে আমাদের এই আয়োজন।
উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফজলুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ্ মো: মাসুম, বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো শাহজাহান আলী, ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত, মাহমুদুল হাসান, তিলোত্তমা শিকদার, সাইফুল ইসলাম রাসেল প্রমূখ উপস্থিত ছিলেন।

দ্য ক্যাম্পাস টুডে

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment