ঢাবি প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে নকল এন ৯৫ মাস্ক সরবরাহ করার অভিযোগে ‘অপরাজিতা ইন্টারন্যাশনাল’ এর মালিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে ২৪ জুলাই গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষের মামলার প্রেক্ষিতে।
গত ২৫ জুলাই আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত আজ মঙ্গলবার রিমান্ড শেষে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক শাহ আক্তারুজ্জামান ইলিয়াস।
আসামিপক্ষে জামিন আবেদন করা হলেও শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে রাখার আদেশ দেন আদালত।
মামলার আসামি শারমিন জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার।তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক পদে ছিলেন। আওয়ামী লীগের পরপর দুই কমিটিতে মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এবং সদস্য ও ছিলেন।