দর্শক মাতাতে এবার ঈদেও গান নিয়ে আসছেন মাহফুজুর রহমান

ক্যাম্পাস টুডে ডেস্ক

প্রতি বছর ঈদের মত আসন্ন ঈদুল ফিতরেও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ড. মাহফুজুর রহমান।

এটিএন বাংলা টিভি চ্যানেলে তার একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে। এবারও তিনি বেশকিছু মৌলিক গান নিয়ে হাজির হতে যাচ্ছেন গত কয়েক বছরের মতো।

জানা গেছে, এরইমধ্যে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। নতুন এই অনুষ্ঠানের শিরোনাম ‘হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়’।

এবারের অনুষ্ঠানে থাকছে মোট ১০টি গান।

অ্যালবামের সকল গানে সুর দিয়েছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান নিজে।

Scroll to Top