নিষ্ক্রিয় ভাল লোকের ক্ষতি
মোঃ আলমগীর হোসেন
দুষ্টু লোকের কর্মকান্ডে
যত ক্ষতি হয়,
ভালো লোকের নিষ্ক্রিয়তা
তারচেয়ে দায়ী রয়!
দুষ্টু লোকে অন্য কাউকে
হামলা যদি করে,
ভালো লোকে এতই ভালো
না দেখার ভান করে!
সে জানে না ঐ হায়েনা
ধরবে যখন তাকে;
তার পাশেও কেউ আসবে না
কাটবে জীবন দুঃখে।
সাধ্য থাকা স্বত্তেও কেউ
থাকবে না তার পাশে,
ভালো লোকের দৃশ্য এখন
আছে উপহাসে!
তোমার সামনে মানুষ মারে,
কেমন মানুষ তুমি?
ত্রিশ লক্ষ মরে ই তো
অর্জিত এই ভূমি!
তবুও আবার মরতে হবে?
তাও বিদ্যালয়ে!
এই ব্যথা কি বুকে ধরে?
কেমনে মানুষ সহে?
কুকুর মারলে হয় না জামিন
এমন দেশও আছে;
হাতেনাতে পড়লেও ধরা,
নির্দোষ উকিলের কাছে!
অন্ধ লোকও চোখে দেখে
মনের আলো দিয়ে!
কিসের মোহে চোখ থাকতেও
আছি অন্ধ হয়ে!
কিসের মোহে পরের গৃহে
দিচ্ছি আগুন জ্বেলে?
এসব যারা সহ্য করে,
ভালো লোক কি বলে?
যে দেখে না সাপের ফনা,
পাশেই আছে সাপ;
ছোবল দিলে সবাই মিলে
ফুঁ দিলে কি মাফ?
মাফ হবে না, জাগো সোনা!
করছি অনুনয়;
ভালো লোকের নিষ্ক্রিয়তায়
সবচেয়ে ক্ষতি হয়!