নেইমারের হ্যাট্রিকে ব্রাজিলের জয়

 

মো মিনহাজুল ইসলাম


আজ বুধবার বাংলাদেশ সময় সকালে নেইমারের দুর্দান্ত হ্যাট্রিকে পেরুকে ৪-২ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কাতার ২০২২ বিশ্বকাপকে সামনে রেখে কয়েকদিন আগেই শুরু হয় দক্ষিণ আমেরিকার দল গুলোর বাছাই পর্বের খেলা, নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল হারিয়েছিল বলিভিয়াকে, আর হারালো পেরুকে। এতে করে কারোনাকালীন সময় কাটিয়ে ভালোভাবেই নিজেদের যাত্রা শুরু করেছে হেক্সা মিশনে থাকা ব্রাজিল।

গত ম্যাচে নেইমার গোল করালেও নিজে ছিলেন গোল শূন্য, তাই এই আজকের ম্যাচে নিজের জাত চেনাতে ভুল করেননি তিনি। নেইমারের ৩ গোলের পাশাপাশি বাকি গোলটি আসে রিশার্লিসনের পা থেকে। পেরুর হয়ে দুই গোল করেন যথাক্রমে আন্দ্রে কারিয়ো এবং তাপিয়া।

স্কোর লাইনে ব্রাজিল এগিয়া থাকলেও ম্যাচে পর পর দুইবার এগিয়ে গিয়েছিল পেরু। পেরু লড়েছেও সমান তালে। কিন্তু ভালো খেলেও নিজেদের লিড ধরে রাখতে পারেনি পেরু, আটকাতে পারেনি পিএসজি ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে। পেরুর ম্যাচ হারার পেছনে আরও একটা কারণ হচ্ছে, অতিরিক্ত ফাউল। শেষ দিকে দুই লাল কার্ডে তো ৯ জনের দলে পরিণত হয়েছিল তারা।

আরও পড়ুন

১৫ বছর পর প্রথম জয় আর্জেন্টিনার

তবে দিনশেষে বলতে হয়, নেইমারের মুন্সিগিরির কথা। দারুণভাবে দলকে টেনে নিয়েছেন তিনি। তার গোল গুলোই ব্রাজিলের জয়ের পথ সুগম করেছে। টানা দ্বিতীয় জয় সহ প্রতিপক্ষের জালে এ নিয়ে দুই ম্যাচে ৯ গোল দিলো ব্রাজিল।

Scroll to Top