প্রাথমিকে প্যানেল শিক্ষক নিয়োগের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি


সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্যানেল শিক্ষক নিয়োগের দাবিতে পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০১৪ স্থগিত (২০১৮) সালে অনুষ্ঠিত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দাবিতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বাস্তবায়ন কমিটি পিরোজপুর জেলা শাখার পিরোজপুর শহরের সিও অফিস মোড়ে ( বঙ্গবন্ধু চত্বর) স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২০১৪ স্থগিত (২০১৮ সালে অনুষ্ঠিত) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্যানেল বাস্তবায়ন কমিটি পিরোজপুর জেলা শাখার আহবায়ক দীপঙ্কর সরকারের সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, পলাশ মজুমদার, তিথীকা ।

এ সময় উপস্থিত ছিলেন- মৌমিতা, সাথি হালদার, শারমিন, রাজিয়া, রতন দেওয়ারি, মোহাম্মদ উল্লাহ সহ পিরোজপুর জেলার সকল প্যানেল প্রত্যাশী।

এ সময় বক্তারা বলেন, ২০১৪ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আমরা সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে চার বছর পর ২০১৮ সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ৪ বছরে আর কোন বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় আমাদের অনেকের বয়স শেষ হয়ে যায়। এতে ১৩ লক্ষে আবেদনের বিপরীতে ২৯৫৫৫ জন উত্তীর্ণ হয়।

বক্তারা আরো জানান,পর্যাপ্ত পরিমাণে শূন্যপদ থাকা সত্বেও এই সময়ে মাত্র ৯৭৬৭ জনকে নিয়োগ দেওয়া হয়। তাই ২০১৪ স্থগিত (২০১৮) সালে অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য ও বঞ্চিত প্রার্থীদের প্যানেলের মাধ্যমে শূন্য পদে মানবিক দিক বিবেচনা করে হলেও নিয়োগের জোর দাবি জানান বক্তারা।

Scroll to Top