বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে “Introduction to Quality Assurance in Tertiary Education Sector of Bangladesh” শীর্ষক ০৩ দিনব্যাপী কর্মশালা ১১ মার্চ ২০২১ইং সকাল ৯.৩০টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে শুরু হয়েছে।

অত্র বিশ^বিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এবং কোর্স কো-অর্ডিনেটর ছিলেন প্রফেসর ড. মোঃ মোজাহার আলী।

কর্মশালায় প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব তাঁর বক্তব্যে বলেন, বিশ^বিদ্যালয়ে একটি বিভাগ খুলতে হলে তার ভিশন ও মিশন থাকতে হবে। বিশ^বিদ্যালয়ের প্রোডাক্ট হলো গ্রাজুয়েট সম্পন্ন শিক্ষার্থী। তাই গ্রাজুয়েটদের কোয়ালিটি এ্যাসুরেন্স করতে হবে। আমাদের শিক্ষার্থীদের বিশ^মানের করে গড়ে তুলতে হবে।

০৩ দিনব্যাপী এ কর্মশালা ১১, ১৪ ও ১৫ই মার্চ ২০২১ অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় অত্র বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮৪ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। #প্রেস বিজ্ঞপ্তি।

Scroll to Top