ক্যাম্পাস টুডে ডেস্ক
বাসা ভাড়া দিতে না পারায় শিক্ষার্থীদের সার্টিফিকেট ময়লার গাড়িতে তুলে দিলেন এক বাড়ির মালিক। ভুক্তভোগী ওই শিক্ষার্থীরা ঢাকা কলেজের ছাত্র।
এরমধ্যে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘ চার বছর ধরে রাজধানীর কলাবাগান এলাকার ৪/এ, ওয়েস্ট এন্ড স্ট্রিট এর রুবী ভবনের নীচতলায় থাকি। সঙ্গে আরো আট শিক্ষার্থী থাকতেন। করোনার কারণে মার্চের ৫ তারিখ পর্যন্ত ভাড়া পরিশোধ করে আমরা বাড়ি চলে যাই। এরপর বাড়িওয়ালা বিদ্যুৎ, গ্যাস ও পানি বিল বাবদ আরো ১৫ হাজার টাকা মোবাইলে পাঠাই। বাকি টাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ঢাকায় এসে পরিশোধ করার কথা ছিল। টাকা পাঠানোর পরেই বাড়িওয়ালা আর ফোন রিসিভ করেন না।
আরও বলেন, পরে জানতে পারি বাসা ভাড়া দিতে দেরি হওয়ায় আমাদের জিনিসপত্র সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে । আমাদের মালামাল সব ফেলে দেয়া হয়েছে। বাড়িওয়ালা কোনো ধরনের নোটিশ না দিয়েই আমাদের সবার প্রয়োজনীয় জিনিসপত্র, ল্যাপটপ, মূল্যবান সব সার্টিফিকেট প্রয়োজনীয় কাগজপত্র বাসা থেকে বের করে তুলে দেয়া হয়েছে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে।
জানা যায়, অভিযুক্ত বাড়িওয়ালার নাম মুজিবুল হক ওরফে কাঞ্চন। বিষয়টি জানতে বাড়ির মালিক মুজিবুল হক ওরফে কাঞ্চনকে একাধিকবার ফোন করলেও তার মুঠোফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।এই ঘটনায় মামলা হয়েছে জানিয়ে নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান বলেন, ‘ঘটনার বিষয়ে মামলা হয়েছে। আমরা অভিযুক্ত বাড়ির মালিককে ধরতে তার বাসায় অভিযান চালিয়েছি, আসামিকে পাওয়া যায়নি। চেষ্টা অব্যহত রয়েছে।