বাড়ি ভাড়া: কুয়েট শিক্ষার্থীদের ৩০ শতাংশ মওকুফ

ক্যাম্পাস টুডে ডেস্ক


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যয়নরত প্রথম ও দ্বিতীয় বর্ষের যে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন আবাসিক ভবনে ভাড়া থাকেন তাদের ৩০ শতাংশ বড়ি ভাড়া মওকুফ করা হয়েছে। তবে তা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসন, কুয়েট সংলগ্ন বাড়ির মালিক কল্যাণ সমিতি ও কুয়েট কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাড়ি ভাড়া ৩০ শতাংশ মওকুফ করা হয়েছে। তবে এর মধ্যে যদি কুয়েট খুলে যায় তাহলে খোলার পরবর্তী মাস পর্যন্ত এ ভাড়া মওকুফ হবে। শুধু প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বাড়ির মালিকদের কাছ থেকে এ সুবিধা পাবেন।

জেলা প্রশাসক আরও বলেন, যে সকল শিক্ষার্থী আর্থিক সমস্যার কারনে গত এপ্রিল, মে ও জুন মাসের বাড়ি ভাড়া এখনও পরিশোধ করতে পারেননি তারা বাড়ির মালিকদের সাথে আলোচনা করে ধীরে ধীরে সেই ভাড়া পরিশোধ করবেন।

এদিকে, জেলা প্রশাসক জানান যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও একই পদক্ষেপ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *