মেসভাড়া মওকুফ প্রসঙ্গে স্থানীয় সংসদ সহ স্থানীয় সরকারকে কুবি প্রশাসনের চিঠি

ক্যাম্পাস টুডে ডেস্ক :করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণে মেস ভাড়া বিপাকে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই ভাবে বিপাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের কথা মাথায় রেখে শিক্ষার্থীদের মেসভাড়া মওকুফ প্রসঙ্গে বিপাকে পড়া শিক্ষার্থীদের মেসভাড়া মওকুফের জন্য স্হানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদেরকে অনুরোধ জানিয়ে চিঠি প্রেরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।

আজ ১৭ মে (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃপক্ষ থেকে শিক্ষার্থীদের মেসভাড়া মওকুফ প্রসঙ্গে সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার এবং কুমিল্লা ৬ আসনের সাংসদ বরাবর চিঠি প্রেরণ করেন।

Scroll to Top