ক্যাম্পাস টুডে ডেস্কঃ করোনা সংক্রমণ বিস্তার রোধে মোটরসাইকেলে চালক ছাড়া কোনো আরোহী বহন না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৮জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, ইদানীং দেখা যাচ্ছে লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সঙ্গে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছেন।
কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছেন। একই হেলমেট বারবার বিভিন্ন মানুষজন ব্যবহার করছে। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
এই ঊর্ধ্বমুখী সংক্রমণের সময়ে পরিস্থিতি বিবেচনায় জরুরি প্রয়োজনে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চালক ব্যতীত অন্য আরোহী নিয়ে মোটরসাইকেলে চলাচলে নিরুৎসাহিত করছে। স্বাস্থ্যবিধি মেনে রিকশায় যাতায়াতের জন্য অনুরোধ জানিয়েছ ডিএমপি।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ‘কঠোর বিধিনিষেধ’ আরোপ করেছে সরকার।