রাবিতে হল না খুলে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত
রাবি প্রতিনিধি
‘বিভাগগুলো চাইলে যে কোন সময় শিক্ষার্থীদের পরীক্ষা নিতে পারবে। এছাড়া হল খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু ভাবছে না।’।
আজ (সোমবার) দুপুরে ৪ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের সাথে সাক্ষাতের পর প্রশাসনের নেয়া এমন সিদ্ধান্তের কথা জানান কয়েকজন শিক্ষার্থী।
শিক্ষার্থীরা বলেন, ‘আমরা হল খুলে পরীক্ষা নেয়াসহ ৪ দফা দাবি নিয়ে উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের সাথে সাক্ষাৎ করলে তিনি পরীক্ষার ব্যাপারে আমাদের আশ্বস্থ করেন। কিন্তু হল খোলার বিষয়ে প্রশাসন কোন সিদ্ধান্ত নেয়নি বলে জানান। আমরা চাই, স্বাস্থ্যবিধি মেনে হল খুলে পরীক্ষাগুলো নেয়া হোক। এতে শিক্ষার্থীদের ভোগান্তী কমবে।’
এবিষয়ে উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান জানান, ‘আমি চাইনা তোমাদের শিক্ষাজীবণ থেকে একটি দিনও নষ্ট হোক। এজন্য পরীক্ষার বিষয়ে বিশ^বিদ্যালয় প্রশাসনের কোন আপত্তি নেই। বিভাগ যে কোন সময় পরীক্ষা নিতে পারবে।’
হল খোলার বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘হল খুলে দিলে অন্য শিক্ষার্থীরাও হলে এসে থাকতে শুরু করবে। সেটা অনেকটা বিপদজনক। এজন্য আমরা হল খোলার বিষয়ে এখন পর্যন্ত কিছু ভাবি নি।’
এর আগে গত রোববার চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণাসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে রাবি শিক্ষার্থীরা। আগামী বৃহস্পতিবারের (৪ ফেব্রুয়ারি) মধ্যে দাবি মেনে নিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা না করলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। তাদের অন্য দাবিগুলো হলো- ‘২০১৬-১৭ সেশনের চূড়ান্ত পরীক্ষা আগামী ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করা, পরীক্ষার আগে স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দেয়া, করোনাকালীন হলসহ অন্যান্য অতিরিক্ত ফি মওকুফ করা’