রাবি মেডিকেলের প্রধান চিকিৎসক স্বপরিবারে করোনায় আক্রান্ত

 

 

রাবি প্রতিনিধি


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ স্বপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দেওয়া রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে।

আজ মঙ্গলবার ডা. তবিবুর রহমান শেখ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, তার স্ত্রী রেকসোনা খাতুন, দুই মেয়ে ডা. নওশীন রহমান নিঝুম ও ডা. নীকিতা রহমান, তার ছোট ভাইয়ের বউ, তাদের গাড়ির ড্রাইভার ও গৃহকর্মীসহ ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সকলেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, ‘আমি-আমার স্ত্রী, দুই মেয়ে ও মেয়ের জামাই সবাই ডাক্তার। সবাই নিয়মিত রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলাম। ফলে কার মাধ্যমে করোনা আক্রান্ত হয়েছি সেটা জানি না। আক্রান্ত সবাই ভালো আছি।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, বিষয়টি আমি শুনেছি। ওনার পরিবারে ওনার মেয়েও ডাক্তার৷ বর্তমান পরিস্থিতিতে রোগীর সেবা দিতে গিয়ে স্বপরিবারে করনা আক্রান্ত হয়েছেন। আমরা প্রার্থনা করছি দ্রুত যেন ডা. তবিবুবুর রহমান স্বপরিবারে সুস্থ হয়ে ওঠেন।

 

Scroll to Top