খেলাধূলা টুডেঃ-
দেশের ক্রিকেটাররা ১১ দফা দাবির প্রেক্ষিতে আন্দোলন করছেন। তারা জানিয়েছে দাবি না মানলে কোনো ধরনের খেলায় অংশগ্রহণ করবেন না তারা।
বিসিবি সভাপতি এমতাবস্থায় জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন তিনি এ আন্দোলনের কোনো যৌক্তিকতা খুঁজে পাননি । এছাড়াও এ আন্দোলনকে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত বলেও উল্লেখ করেন তিনি। সাকিব আল হাসানের কাছে তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
সাকিব ২২ অক্টোবার রোজ মঙ্গলবার গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করেছেন আর সে অনুষ্ঠানেই এ কথা বলেন টি-টুয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান।