হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি পেলেন ঢাবি প্রাক্তন ছাত্রী আনিকা

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি পেলেন ঢাবি প্রাক্তন ছাত্রী আনিকা

ক্যাম্পাস টুডে ডেস্ক


হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী আনিকা সুবাহ্ আহমেদ উপমা। বিশ্বখ্যাত এবং যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির অনলাইন প্ল্যাটফর্মে পাবলিক স্পিকিং প্রফেশনাল ট্রেইনিং কোর্সে প্রায় ৯৭% গ্রেড অর্জন করেছেন এই শিক্ষার্থী।বিভিন্ন পরীক্ষা দেওয়ার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গত ২৪ জুলাই আন্তর্জাতিক স্বীকৃতি পান আনিকা সুবাহ্ আহমেদ উপমা।

সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগে একজন লেকচারার হিসেবে নিযুক্ত আছেন । এছাড়া তরুণদের নেতৃত্ব প্রদানকারী খ্যাতনামা সামাজিক সংগঠন ইভোল্যুশন-৩৬০ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি। গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর এবং ইউএন উইমেনের একমাত্র বাংলাদেশি চ্যাম্পিয়ন উপমা আহমেদ।

উপমা বলেন, এই উদ্দেশ্যেই একটি অনলাইন কমিউনিকেশন স্কিলস ট্রেইনিংয়ের আয়োজন করা হয়েছে। এখন যার রেজিস্ট্রেশন চলছে। যেখানে অংশগ্রহণকারীরা পাচ্ছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বেশকিছু পাবলিক স্পিকিং রিলেটেড সামগ্রী। তাই আগ্রাহীরা এতে অংশ নিতে পারেন।
এই দক্ষতা আপনার সারা জীবনে কাজে লাগবে।

আরও বলেন,বিগত পাঁচ বছর ধরে কর্পোরেট ইংলিশ ট্রেইনার হিসেবে পাবলিক স্পিকিং এবং কমিউনিকেশনস স্কিলস নিয়ে বিজিবি, বাংলাদেশ পুলিশ, টিচার্স ট্রেইনিং এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে ট্রেইনিং দিয়েছেন ঢাবির এই প্রাক্তন শিক্ষার্থী। তিনি বাংলাদেশ ব্যাংকের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের একজন রিসোর্স পারসন হিসেবেও যুক্ত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *