বশেমুরবিপ্রবি টুডেঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২৩ শিক্ষার্থীর বাড়ি ভাড়া অর্ধেক মওকুফ করেছেন বাড়ির মালিক মোঃ হামিদ মুন্সী পলু।
লকডাউন শেষ হয় ততদিন পর্যন্ত আমার বাসার ভাড়া ৫০% মওকুফ ঘোষণা দিয়েছেন তিনি।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় সকলেই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের আয়ের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলছে এই ভাইরাস।
আর এই আর্থিক ক্ষতির কথা বিবেচনা করেই বাড়ি ভাড়া অর্ধেক নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই বাড়ির মালিক। তার বাড়িতে বিশ্ববিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থী ভাড়া থাকেন।
বাড়ি ভাড়া মওকুফ প্রসঙ্গে বাড়ির মালিক মোঃ হামিদ মুন্সী বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি সবার জন্যই হতাশজনক।আর এই পরিস্থিতি আরো বেশি হতাশ করছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের যাদের অধিকাংশই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে।এমন অনেকে আছে টিউশনির টাকাই যাদের সম্বল।এসব কিছু বিবেচনা করে আমি আমার মেসে ভাড়া থাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ভাড়া ৫০% মওকুফ করলাম।
তিনি আরও বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তে আসলাম। যতদিন না লকডাউন শেষ হয় ততদিন পর্যন্ত আমার বাসার ভাড়া ৫০% মওকুফ ঘোষণা করলাম। আমার এই সিদ্ধান্তে আরো অনেক বাড়ির মালিক এগিয়ে আসবে বলে আমি মনে করি।”
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ বাড়িভাড়া মওকুফের জন্য সামজিক যোগাযোগ মাধ্যেম সহ নানাভাবে আবেদন করছেন বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয় নি।