৫০০ দুস্থ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করলো রাবি ছাত্রলীগ

রাবি প্রতিনিধি: করোনা ভাইরাস মহামারীতে ৫০০ দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ( রাবি) শাখা ছাত্রীগের নেতা-কর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে গত শুক্রবার রাজশাহীর নওহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

ফয়সাল আহমেদ রুনু বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে মানুষ খুব অসহায় আছে। এই মহামারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে অসহায় মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় রাবি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকের্মীরা নিজ এলাকায় খাদ্য সামগ্রি-ইফতার পৌছে দিচ্ছে। মানবিকতায় রাবি ছাত্রলীগ সবসময় এগিয়ে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন  রাজশাহী  বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ রাসেল, সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুস্ময়, মেহেদী হাসান মিশু, পবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দিদার হোসেন ভুলু , জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু সাহা, নওহাটা পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান , নওহাটা পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান নওহাটা পৌরসভার ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি খেজের আলী ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

Scroll to Top