ডিআইইউ তে ‘হাল্ট প্রাইজ’ এর কমিটি ঘোষণা

ডিআইইউ তে ‘হাল্ট প্রাইজ’ এর কমিটি ঘোষণা

ডিআইইউ প্রতিনিধি


‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রথমবারের মত ‘হাল্ট প্রাইজ’ এর কমিটি ঘোষণা করা হয়। বর্তমান বিশ্বের যে কোন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত সমস্যা থেকে পরিত্রাণ পেতে তরূণ নেতৃত্বের মেধাকে কাজে লাগিয়ে সাহায্য করাই মূলত হাল্ট প্রাইজের মূল লক্ষ্য। প্রতি বছর পৃথিবীজুড়ে প্রায় ১৫০০ এর বেশি ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১ মিলিয়ন বা ১০ লক্ষ মার্কিন ডলার প্রাইজ মানি হিসেবে উপহার দেওয়া হয়৷

নির্বাচিত বিজয়ী দল বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সকল দেশের সামনে উপস্থাপন করবে। এসকল কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার লক্ষে সম্প্রতি ২০২০-২০২১ কার্যবর্ষের বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস জন্য বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত ৫৭ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ডিআইইউ হাল্ট প্রাইজের প্রধান সমন্বয়ক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নোমান ইসলামকে ক্যাম্পাস ডিরেক্টর নির্বাচিত করে ৫জন উপদেষ্টা ও বিভিন্ন বিভাগ থেকে ৬ জন স্বেচ্ছাসেবী নিয়ে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে৷

নতুন এ কমিটিতে উপদেষ্টা হিসেবে সাবেক শিক্ষার্থীদের মধ্যে থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোফাজ্জল হোসাইন ও রাশেদুল ইসলাম, ইংরেজি বিভাগের মোহাইমিনুল শার্জিল ও মরিয়ম সরকার জয়া এবং ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী বিলাস পালকে নির্বাচিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *