শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করলেন জাবি শিক্ষার্থীরা

জাবি টুডে

বিশ্ববিদ্যালয়ের হল সমূহ খোলা হবে আগামী ১৭ মে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিস্থিতি ‘ভিন্ন’ আখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীরা হলে অবস্থানের সিদ্ধান্তে এখনো অটল রয়েছে এবং আজকেই পর্যায়ক্রমে অন্যান্য ছাত্রী হলে শিক্ষার্থীরা উঠবে।

সর্বশেষ ঢাকা , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর রাবিসহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে।

এরই পরিপ্রেক্ষিতে আজ (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর আবাসিক হলগুলো এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে খুলে দেওয়া হবে। এর আগে কোন শিক্ষার্থী হলে অবস্থানর করতে পারবেন না।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment