টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত

খেলাধুলা ডেস্ক


করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণের জন্য অবশেষে স্থগিত ঘোষণা করা হলো এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

করোনার কারণে ইতিমধ্যে অনেক সিরিজ, টুর্নামেন্টের মতোই স্থগিত ঘোষণা করা এই বিশ্ব আসর।

সোমবার আইসিসির সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার ভয়াবহতার কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত নিলো আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নির্বাহী পরিষদের সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার পর আসে এ ঘোষণা। ঘোষণা অনুযায়ী, এক বছর পিছিয়ে দেয়া হলো এই টুর্নােমেন্ট। আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।

খোদ আয়োজক অস্ট্রেলিয়াই এ আসর অনুষ্ঠান ‘অসম্ভব’ বলে দাবি করেছিল। আয়োজক বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এমন বক্তব্যেই বোঝা যাচ্ছিল, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সত্যিই কঠিন।

প্রসঙ্গত, এ স্থগিতের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর পর দুই বছর অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *