করোনায় দুদক পরিচালকের মৃত্যু, আইসোলেশনে স্ত্রী-সন্তান

করোনায় দুদক পরিচালকের মৃত্যু, আইসোলেশনে স্ত্রী-সন্তান

ক্যাম্পাস টুডে ডেস্ক


করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান আজ সোমবার সকালে মারা গেছেন।

রাজধানীর কুয়েত-মৈত্রী সম্মিলিত হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় বেশ কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোররাত আনুমানিক ২টার দিকে তার রক্তচাপ কমতে শুরু করে। তিনি সকাল সাড়ে ৭টার দিকে মারা যান।’

‘কীভাবে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন তা জানা যায়নি তবে আমরা বিষয়টি দুদক মহাপরিচালককে জানিয়েছি। কেউই বলতে পারেননি তিনি কীভাবে আক্রান্ত হয়েছিলেন।’

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন দুদক পরিচালকের স্ত্রী, সন্তানদের বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *