করোনাকাল শেষে খাদ্যের যোগান নিশ্চিতে বশেমুরবিপ্রবি শিক্ষকের ১০ পরামর্শ

বিশ্বব্যাপী করোনাভাইরাস জনিত সংকট পরবর্তী সময়ে খাদ্যের জোগান নিশ্চিত করতে দশটি পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের প্রভাষক অভিজিৎ বিশ্বাস

পরামর্শগুলো হলোঃ

১. কৃষি উৎপাদনে সকল প্রকার জমির (বাড়ির আঙিনার জমি, পাহাড়ি জমি) ব্যবহার নিশ্চিত করা।

২. দেশের সকল পর্যায়ের কৃষকদের বর্তমান ও ভবিষ্যৎ কৃষি পরিস্থিতি সম্পর্কে অবহিত করা।

৩. কৃষকদের স্বল্প সময়কাল ও উচ্চফলনশীল বা হাইব্রিড জাতসমূহ চাষাবাদে আগ্রহী করে তোলা।

৪. আমন মৌসুমে প্লাবিত অঞ্চলগুলোতে DRR কৌশলগুলোর ব্যবহার করা। ( যেমনঃ ভাসমান কৃষি, মিশ্রচাষ ইত্যাদি)

৫. আউশ, আমন ও বোরো এই তিন মৌসুমে চাষাবাদযোগ্য অঞ্চলভিত্তিক cropping system প্রণয়ন ও বাস্তবায়ন করা।

৬. কৃষকদের যান্ত্রিক কৃষি ব্যবহারে উৎসাহ প্রদান সহ সকল ধরনের সহযোগিতা ( সার, বীজ, কীটনাশক, কৃষিঋণ) নিশ্চিত করা।

৭. বিভিন্ন শস্য ও সবজির বীজ সংরক্ষণ সহ উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ করা।

৮. শহর এলাকায় পতিত জমিতে সবজি চাষ ও Rooftop agriculture (ছাদকৃষি) বাস্তবায়নে উদ্বুদ্ধ করা।

৯. শস্যদানা (ধান, ডাল) উৎপাদনের পাশাপাশি বিভিন্ন সবজি, ফলমূল, মাছ ও মাংস উৎপাদনের আনুপাতিক হার সঠিক রাখা।

১০. কৃষির সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের সমন্বয়ে অঞ্চলভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে উৎপাদন ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment