প্রথম এশিয়ান ব্যাটসম্যান হিসেবে শোয়েব মালিকের মাইলফলক

মো মিনহাজুল ইসলাম, ক্রীড়া প্রতিবেদক


টি-টোয়েন্টিক্রিকেটে বিশ্বের তৃতীয় এবং এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছে গেছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে ৩৯৫ টি টোয়েন্টি ম্যাচ খেলে দশ হাজারি ক্লাবে প্রবেশ করলেন মালিক। মালিকের আগে এই ফরম্যাটে ১০ হাজার রান করেছেন কেবল দুই উইন্ডিজ তারকা ক্রিস গেইল ও কাইরন পোলার্ড।

টি -২০ ফরম্যাটে বর্তমানে ৩৯৫ ম্যাচে মালিকের সংগ্রহ ১০০২৭ রান, কোন সেঞ্চুরি না থাকলেও ৬২টি হাফসেঞ্চুরি করেছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান।

বলিভিয়াকে ৫ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

পাকিস্তানের ন্যাশনাল কাপ টি টোয়েন্টি চলাকালীন এই ১০ হাজার রান করার রেকর্ড গড়লেন তিনি। খাইবার পাখতুনের হয়ে খেলা মালিকের শুরুটা ভালো না হলেও ঠিকই রেকর্ড গড়েছেন তিনি। ৫ ম্যাচের পর ওই টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে পেয়েছেন তিনি ফিফটির দেখা, আর সেই অর্ধ শতকে ভর করেই তিনি গড়লেন মাইলফলক।

শনিবার (১০ অক্টোবর) বেলুচিস্তানের বিপক্ষে ৪৪ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন মালিক। এই ইনিংস খেলার পথে দশ হাজারি ক্লাবে নাম লেখান তিনি। তবে দশ হাজার রানের মাইলফলক ছোঁয়ার দিনে দলকে জেতাতে পারেননি মালিক। বেলুচিস্তানের কাছে হেরেছে তার দল।

সাত মাস পর আনুষ্ঠানিক ক্রিকেটে ফিরছে মিরপুর

 

মো মিনহাজুল ইসলাম


অপেক্ষার অবসান , অবশেষে আজ থেকে আনুষ্ঠানিক ভাবে তামিম- মাহমুদউল্লাহরা পেতে যাচ্ছেন সত্যিকার ক্রিকেটের স্বাদ। ত্রিদলীয় ওয়ানডে টুর্নামেন্ট ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন দেশের শীর্ষ ও এইচপি দলের ক্রিকেটাররা। শিরোপার লড়াইয়ে আজ দুপুর দেড়টায় আসরের উদ্বোধনী ম্যাচে লড়বেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। আর একই সাথে ঠিক সাত মাস পর আনুষ্ঠানিক খেলায় ফিরছে মিরপুর। সর্বশেষ ১১ মার্চ জ্বলেছিল শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইট।
তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত। তিন দলের তিন অধিনায়ক গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ট্রফি উন্মোচনে অংশ নেন। ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা সেরে তারা জানান, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে লড়বেন তারা।

অভিজ্ঞতা, তারুণ্য ও আত্মবিশ্বাসে প্রতিটি দলই ভারসাম্যপূর্ণ। নিজেদের মধ্যে খেলা হলেও তীব্র প্রতিদ্বন্ধীতার আশা করছেন জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
করোনা বিরতি কাটিয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট দিয়ে টাইগারদের ফেরার কথা ছিল মাঠে। কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতে শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় সেটি হয়নি। তবে ক্রিকেটারদের মাঠে ফেরার অপেক্ষা খুব দীর্ঘ হচ্ছে না। ঘরোয়া আয়োজনের জন্য মাহমুদউল্লাহ রিয়াদ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। জানালেন ক্রিকেটাররা সবাই মুখিয়ে আছেন টুর্নামেন্ট খেলতে।’

সিনিয়র দুই অধিনায়কের চেয়ে একটু বেশিই আত্মবিশ্বাসী শান্ত। মুশফিকুর রহিমের মতো একজন ব্যাটসম্যানকে দলে পাওয়ায় বাড়তি ভালো লাগা তার। তরুণ খেলোয়াড় বেশি থাকায় দলের ফিল্ডিং নিয়ে নির্ভার শান্ত।

‘যদি দেখেন প্রত্যেকটা টিমই ভালো। প্রত্যাশা অনেক হাই, আমাদের যে টিমটা হয়েছে অবশ্যই আমাদের আমাদের পরিকল্পনা থাকবে চ্যাম্পিয়নশিপের জন্যই খেলার। আশা করছি যদি ন্যাচারাল গেমটা আমরা খেলতে পারি ভালো কিছুই হবে।’

মুশফিককে এই দলের অধিনায়ক করতে চেয়েছিল বিসিবি। কিন্তু দায়িত্ব রাজি না হওয়ায় শান্তর কাঁধেই পড়েছে দলকে পরিচালনা করার ভার। মি. ডিপেন্ডেবলকে পেয়ে ব্যাটিং নিয়ে চিন্তামুক্ত তরুণ অধিনায়ক, ‘এটা তো অনেক বড় একটা ব্যাপার’।
দেখে নেওয়া যাক তিন দলের একাদশ:
মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।
নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মো: মিঠুন, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি চৌধুরী, এনামুল হক বিজয়, মো: সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি।

বাবা হলেন ক্রিকেটার মিরাজ হোসেন

ক্যাম্পাস টুডে ডেস্ক

পুত্র সন্তানের বাবা হলেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তান জন্ম নেয় তার। মা ও শিশু উভয়ই সুস্থ আছেন।

নিজের ফেসবুকে বাবা হওয়ার আনন্দের খবর শেয়ার করেছেন মিরাজ নিজেই।

মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা”লার।’

এর আগে গত বছর ২১ মার্চ রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন মিরাজ। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সফল পরিসমাপ্তি ঘটিয়ে বিয়ে করেন মিরাজ।

ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি !

ক্যাম্পাস টুডে ডেস্ক

বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত শব্দ ধর্ষণ। রীতিমতো সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এটি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে উদ্বেগজনকভাবে বেড়েছে ধর্ষণের ঘটনা। প্রায় প্রতিদিনই গণমাধ্যমে উঠে আসছে ধর্ষণের ঘটনা। ধর্ষকদের লোলুপ দৃষ্টি থেকে বাদ যাচ্ছে না শিশুরাও।

এই পরিস্থিতি থেকে ভারতও বাদ যায়নি। এবার ভারতে ধর্ষকরা হুমকি দিয়েছে দেশটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ছোট্ট শিশুকন্যাকে।

খেলায় হারের মতো সামান্য বিষয়ে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির পাঁচ বছর বয়সী শিশুকন্যা জিভাকে ধর্ষণের হুমকি দেয়া হয়েছে। সবশেষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ হেরে যাওয়ার পর এই হুমকি দেয়া হয়।

ধোনির কন্যাকে কেন্দ্র করে ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক পোস্টে ওই হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ওই হুমকি আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ঘটনায় কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি।

ধর্ষণের এমন হুমকিতে কোনো প্রতিক্রিয়া আসেনি তার স্ত্রী সাক্ষীর পক্ষ থেকে। আর ধোনি এই মুহূর্তে আছেন দুবাইতে আইপিএল খেলতে।

এখন পর্যন্ত ৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে হেরে প্লে-অফের আগেই ছিটকে পড়ার শঙ্কায় ধোনির দল। এই ব্যর্থতার জন্যই মূলত তাকে হুমকি দেয়া হচ্ছে। তবে ধর্ষণের এই হুমকির প্রতিবাদ জানিয়েছেন ধোনির ভক্ত-সমর্থকরা। অনেকেই এই ঘটনাকে ন্যাক্কারজনক বলছেন। তাদের প্রশ্ন, মাঠের পারফরমেন্সের ব্যর্থতার দায় কেন ধোনির শিশুকন্যার ওপর পড়বে?

চেন্নাই সুপার কিংসকে তিনবার শিরোপা জেতানো অধিনায়ক ধোনি এবারের আসরে খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না। চলতি আসরে দলকে উজ্জীবিত করতে কিছুটা ব্যর্থ ধোনি।

এদিকে, কিছুদিন আগে বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব আল হাসানের কন্যার ছবির নিচেও নানা রকম বিকৃত মানসিকতার কমেন্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছিল।

বলিভিয়াকে ৫ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

 

মো মিনহাজুল ইসলাম


ব্রাজিলের চমৎকার ফুটবল শৈলীর কাছে পাত্তাই পেলো না লাতিন আমেরিকার বলিভিয়া। নেইমার, রবার্তো ফিরমিনো, ফিলিপে কৌতিনহোদের নজর কাড়া পারফরম্যান্সে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর এতো বড় জয় অবদান রেখেছে পয়েন্ট টেবিলেও, যা কিনা ব্রাজিলকে বসিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

ইনজুরি ভয় কাটিয়ে একাদশে ছিলেন ফরোয়ার্ড নেইমার, তিনি নিজে গোল পাননি। তবে বার বার ট্যাকলের শিকার নেইমার ঠিকই ২ টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। ব্রাজিলের এই বিশাল জয়ে জোড়া গোল করেছেন লিভারপুলের ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। এছাড়া একবার করে স্কোরশিটে নাম তুলেছেন বার্সেলোনা ফরোয়ার্ড কৌতিনহো এবং প্যারিস সেইন্ট জার্মেই ডিফেন্ডার মার্কুইনহোস। আর অন্যটি ছিল আত্মঘাতী গোল।
কাতার ২০২২ বিশ্বকাপ কে সামনে রেখে শুক্রবার শুরু হয়েছে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। প্রথমদিন ন্যুনতম ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে, ড্র হয়েছে প্যারাগুয়ে-পেরুর ম্যাচ। তবে দ্বিতীয় দিন সবাইকে ছাড়িয়ে গেলো ব্রাজিল। ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল প্রতিপক্ষ বলিভিয়াকে।

অন্য ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে কলম্বিয়া। জোড়া গোল করেছেন লুইস ফার্নান্দো মুরিয়েল ফুটো এবং অন্য গোলটি এসেছে দুভান জাপাতার পা থেকে। কলম্বিয়া এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

মেসির গোলে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

 

ক্রীড়া প্রতিবেদক


২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে, বাছাইপর্বের প্রথম ম্যাচেই শুভ সূচনা করলো লিও মেসির আর্জেন্টিনা। আজ সকালে তুলনামূলক শক্তিশালী ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে তারা। এতে বাছাইপর্বের শুরুটা মেসিদের যে দুর্দান্ত হলো, তা আর বলার অপেক্ষা রাখে না।

তবে আর্জেন্টিনার- ইকুয়েডরের আজকের খেলায় কোন দলই তেমন ভালো করতে পারেননি, দুই দলই ছিলো সমানে সমান। আর ম্যাচের ফলাফল তৈরি হয়ে গিয়েছিল ম্যাচ শুরুর ১৩ মিনিটের মাথায়, এক পেনাল্টি থেকে।

পেনাল্টির সুযোগ পেয়ে কাজে লাগান আর্জেন্টিনার কাপ্তান মেসি। আন্তর্জাতিক খেলায় এটি মেসির ৭১ তম গোল। আর
ওই একমাত্র গোলেই জয়ের মুখ দেখে আর্জেন্টিনা।

দিনের বাকি দুই ম্যাচের প্রথমটিতে ২-২ গোলে ড্র করেছে প্যারাগুয়ে ও পেরু, অপর ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছে উরুগুয়ে। উরুগুয়ের জয়ের দিনে গোল দু’টি করেছেন লুইস সুয়ারেজ ও ম্যাক্সিমিলানো গোমেজ।

আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ফুটবলের আরেক শক্তিশালী দল ব্রাজিল, তাদের প্রতিপক্ষ বলিভিয়া। তবে ইনজুরির কারণে এই ম্যাচ হয়তো খেলতে পারবেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ব্রাজিল -বলিভিয়া ম্যাচের এক ঘণ্টা আগে মাঠে নামবে কলম্বিয়া ও ভেনেজুয়েলা।

ধোনীর কাছে বয়স কেবল একটা সংখ্যা মাত্র!

 

ক্রীড়া প্রতিবেদক

মহেন্দ্র সিং ধোনি, গেল দশকের ভারতের সফল অধিনায়ক। কিছু দিন আগেই নিয়েছেন জাতীয় দল থেকে অবসর, বয়সটাও প্রায় ৪০ হয়ে গেছে। তবে ব্যাটে আর উইকেটের পেছনের পুরোনো সেই ধোনি কী হারিয়ে গেছেন?
আপনি যদি একজন ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন, তাহলে আপনার কাছে এটা এক জটিল ধাঁধা। সেই ধাঁধা আরও জটিল হবে, যদি আপনি গতকালের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ধোনির চেন্নাইয়ের
ম্যাচটা দেখে থাকেন।

কেননা আপনি কথা বলছেন ধোনিকে নিয়ে। ব্যাটিংয়ে আগের মতো ফিনিশিং হয়তো তিনি দিতে পারছেন না, তবে উইকেটের পেছনে রেখে যাচ্ছেন নিজের কর্মের স্বাক্ষর।
কলকাতার বিপক্ষে ব্যাটিংয়ে ধোনি ছিলেন ব্যর্থ আর ম্যাচের ফলও চেন্নাইয়ের বিপক্ষে ছিলো। কলকাতার কাছে প্রায় জেতা ম্যাচ হেরে বসে ধোনির চেন্নাই। এই ম্যাচ হারায় মোট ৬ ম্যাচের ৪ টিতে হেরে খাদের কিনারায় চলে গিয়েছে সুপার কিংসরা।

তবে ম্যাচ হারার পরেও প্রশংসায় ভাসছেন ধোনি, কেননা তিনি যে ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ তা বুঝিয়ে দিয়েছেন প্রথম ইনিংসের শেষ ওভারে! কাল শেষ ওভারে তিনি যা খেল দেখিয়েছেন, তা ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে থাকবে বহুদিন।

কী হয়েছিল কলকাতার ব্যাটিংয়ের প্রথম ইনিংসের শেষ ওভারে ?

বল করছিলেন উইন্ডিজ তারকা ব্রাভো, তাকে উইকেটের পেছন থেকে ইশারা দিলেন ধোনি ( অফ স্ট্যাম্পের বাইরে বল করার ইঙ্গিত), আর তেমনি কম গতির এক ডেলিভারি দেন ব্রাভো। ব্রাভোর ওমন ডেলিভারি বুঝতে পারেনি ব্যাটিংয়ে থাকা মাভি, ফলশ্রুতিতে ব্যাটের কানায় লেগে বল চলে যায় ধোনির হাতে।

তবে এখানেই শেষ নয়, প্রথমে বলটি ধোনির হাত ফস্কে প্রায় বেরিয়েই যাচ্ছিল। কিন্তু এ তো ধোনি, প্রথম দফায় ধরতে না পারলেও ঈগলের মতো ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্য এক ক্যাচ লুফে নেন তিনি। আর তাতেই সবাই মেতে পড়ে ধোনি বন্দনায়।

চল্লিশ ছুঁই ছুঁই ধোনির এই অসাধারণ ক্যাচ দেখে বোঝার উপায় নেই বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি, বরং এই ক্যাচ দেখে স্বয়ং সমালোচকও ধোনির প্রশংসা করতে বাধ্য।

ধর্ষণকে ‘না’ বলুন, ‘না’ মানে ‘না’: মুশফিকুর রহিম

খেলাধুলা ডেস্ক


ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে সোচ্চার সারাদেশ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।এবার তাদের মতো ক্রিয়া অঙ্গনেও প্রতিবাদে সোচ্চার।

মারাত্মক এই অপরাধের বিরুদ্ধে অবশেষে মুখ খুলতে শুরু করেছেন দেশের ক্রিকেট তারকারা। সাকিব আল হাসান, তাসকিন আহমেদের পর এবার সোশ্যাল সাইটে প্রতিবাদ জানিয়েছেন মুশফিকুর রহিম।

‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত তারকা এই ব্যাটসম্যান নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমরা আর চুপ করে থাকব না। ধর্ষণ এবং যে কোনো প্রকারের যৌন নিগ্রহ কোনোভাবেই সহ্য করা হবে না। সমাজে এসবের কোনো স্থান নেই। জেগে ওঠ বাংলাদেশ। ধর্ষণকে ‘না’ বলুন। ‘না’ মানে ‘না’।’

 

ধর্ষণের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মতোই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা সাকিবের

 

খেলাধুলা টুডে

ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে সোচ্চার সারাদেশ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।এবার তাদের মতো ক্রিয়া অঙ্গনেও প্রতিবাদে সোচ্চার।

এবার নারীর প্রতি সহিংসতার বিপক্ষে সোচ্ছার হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

চমৎকার এক নারীর ছেলে, অপূর্ব এক নারীর স্বামী, দারুন এক নারীর ভাই আর ফুটফটে দুই কন্যার বাবা হিসেবেই নিজেকে আরেকবার পরিচয় করিয়ে দিলেন টাইগার অলরাউন্ডর সাকিব আল হাসান।

দেশজুড়ে নারীদের ওপর যৌন নির্যাতন ও সহিংস ঘটনার বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরে ফেইসবুকে নিজের ভ্যারিফাইড পেইজে স্ট্যাটাস দিয়েছেন সাকিব।

নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মতোই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা সাকিবের। পাশাপাশি নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এ বিষয়ক একটি ছবি আপলোড করেছেন সাকিব। ছবিতে লেখা রয়েছে, ‘নারীদের ওপর চলমান সবধরনের হয়রানি বন্ধ করুন।’

এই ছবির ক্যাপশনে অলরাউন্ডার লিখেছেন, চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি। এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারি না।

আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে। একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।

আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে। মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই। তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।

 

টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জিতলো মুমিনুলরা

মো মিনহাজুল ইসলাম
ক্রীড়া প্রতিবেদক


আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লাল বলে টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের শেষ দিনে তামিম-সাদমানের দাপুটে ব্যাটিংয়ে জিতলেন মুমিনুলরা।

দুই দিনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুমিনুল হকের নেতৃত্বাধীন রায়ান কুক একাদশ, ওটিস গিবসন একাদশকে হারিয়েছে ৬ উইকেটে

এর আগে ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধ-শতকে ভর করে ৮ উইকেটে ২৪৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে নাজমুল হাসান শান্ত’র গিবসন একাদশ।

দ্বিতীয় দিনে হঠাৎ বৃষ্টির বাধায় ফলাফল পেতে ৪৫ ওভারে ২০০ রানের লক্ষ্য বেঁধে দেওয়া হয় কুক একাদশকে।

২০০ রানের টার্গেটে খেলতে নেমে তামিম ইকবাল ও সাদমান প্রতিপক্ষ গিবসন একাদশের কঠিন পরীক্ষাই নেন।

উদ্বোধনী জুটিতেই দুজনে যোগ করেন ১০৭ রান। ব্যক্তিগত ৮০ রানে আউট হয়ে ফেরেন ড্যাসিং ওপেনার তামি। আর ৯৯ বলে ৮৩ করে ফেরেন সাদমান।

এরপর মুমিনুল হক (১০) ও মুশফিকুর রহিম (১১) অল্প রান করে আউট হলেও ইয়াসির আলীর ২৪ রান ও মোহাম্মদ মিঠুনের ৫ রানের অপরাজিত দুই ইনিংসে ভর করে ২০ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় পায় মুমিনুল বাহিনী। নাঈম হাসান নেন দুইটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

ওটিস গিবসন একাদশ : ২৪৮/৮ (৭২ ওভার)

ইমরুল ৫৯, রিয়াদ ৫৬, লিটন ৪৪, মোসাদ্দেক ২৯*, সৌম্য ২৬।

তাসকিন ৪২/৩, মিঠুন ১০/২, আল আমিন ৩৬/১

রায়ান কুক একাদশ : ২০১/৪ (৪১.৪ ওভার) (টার্গেট ৪৫ ওভারে ২০০ রান)

সাদমান ৮৩, তামিম ৬৪, ইয়াসির ২৪

নাঈম ৪৯/২, মোসাদ্দেক ২১/১, রুবেল ৩৩/১

ফল: রায়ান কুক একাদশ ৬ উইকেটে জয়ী।