বগুড়ায় প্রতিবেশীর সাথে ঝগড়া করে কলেজছাত্রীর আত্মহত্যা

জাতীয় টুডে: ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে বগুড়ার শাজাহানপুরে পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির কামনা (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। তিনি উপজেলার মাঝিড়া পাড়ার বাবুল হোসেনের মেয়ে। রোববার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

তার বড় বোন জানায়, রোববার সকালে প্রতিবেশীদের সাথে কামনার ঝগড়া হয়। পরে সে কলেজে যাওয়া প্রস্তুতি নিলে খেতে বলা হয়। কিন্তু সে না খেয়ে কলেজে চলে যায়। কলেজ থেকে ফিরেও কিছু না খেয়ে ঘরে শুয়ে থাকে। একসময় শব্দ শুনে ঘরে গিয়ে দেখা যায় কামনা মেঝেতে পড়ে আছে। সাথে সাথে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে তারা চিকিৎসা করতে অস্বীকৃতি জানালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় সে।

প্রতিবেশীরা জানান, দেড় মাস আগে কলেজে যাওয়ার কথা বলে অজ্ঞাতনামা এক ছেলের সাথে পালিয়ে যায় কামনা। পরে অভিভাবকেরা পুলিশের সহায়তায় ঢাকা থেকে কামনাকে ফিরিয়ে নিয়ে আসে। এ নিয়ে কামনা মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়েও থাকতে পারে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, ‘এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়েরের পর মরদেহ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।’

 

চট্টগ্রামের খুলশীতে যুবক খুন

জাতীয় টুডে: চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় রোববার (০৩ নভেম্বর) রাতে একটি গ্যারেজে পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে এক যুবক কে খুন করা হয়েছে। নিহত যুবকের নাম মো. নাহিদ (২০)। তিনি ওই এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে বলে জানিয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে নাহিদ নামে এক যুবকে খুন করেছে প্রতিপক্ষ। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা তা জানা যায়নি।

পু্লিশ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছে বলে জানান ওসি প্রণব চৌধুরী।

স্থানীয়রা জানান, রাত ৭টার দিকে নাহিদসহ কয়েক মিলে সোহেল নামে একজনকে মারতে যায়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে সোহেল নাহিদকে পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয়।

গুরুতর আহত নাহিদকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ।

 

“জেল হত্যায় জড়িত জিয়াউর রহমান” প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় টুডেঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন জেলে জাতীয় চার নেতার হত্যাকাণ্ডে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত ছিল ।রবিবার ৩ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, “খন্দকার মোশতাকের নির্দেশে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। কেন্দ্রীয় কারাগারে অস্ত্র নিয়ে ঢোকা যায় না। কিন্তু তারা অস্ত্র নিয়ে ঢুকেছিল। গণভবন থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, যেভাবে ঢুকতে চায়, সেভাবেই যেন ঢুকতে দেওয়া হয়।”

জেল হত্যায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জড়িত বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জেল হত্যায় জিয়াউর রহমান জড়িত বলেই খন্দকার মোশতাক ক্ষমতায় গিয়ে তাকে সেনাপ্রধান করে।দেশের অগ্রযাত্রা রুখে দিতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটানো হয়। আর ১৫ আগস্টের পর জেলখানায় ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এই দুই হত্যাকাণ্ডের ঘটনা একই সূত্রে গাঁথা।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘স্বাধীনতা বিরোধীদের বিচার শুরু করতে চেয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই সময় গোলাম আজমসহ অনেক স্বাধীনতা বিরোধীরা পাকিস্তানের ভিসা নিয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে স্বাধীনতা বিরোধী গোলাম আজমদের দেশে আনেন। তাদের রাজনীতি করার সুযোগ করে দেন।’

জাতীয় ৪ নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শেখ হাসিনা শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
সকাল ৭টায় শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতির বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর এই মহান নেতা এবং চার জাতীয় নেতার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।
পরে, আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে জাতির পিতার প্রতিকৃতির বেদীতে আরেকটি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরবর্তীতে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও জাতির পিতার প্রতিকৃতির বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাতের আঁধারে বঙ্গবন্ধুর খুনীচক্র নির্মমভাবে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে হত্যা করে।

স্লোগানে ভক্তদের বিক্ষোভ: ‘নো সাকিব নো ক্রিকেট’

জাতীয় টুডেঃ বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে ‘নো সাকিব নো ক্রিকেট’ স্লোগানে আইসিসির নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিবাদ জানায় ক্রিকেটভক্তরা।

আইসিসির এ সিদ্ধান্তের পর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন সাকিব আল হাসান। এর আগে থেকেই স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে সাকিবের সমর্থনে বিক্ষোভ করতে থাকে ভক্তরা।

এ সময় ক্রিকেটপ্রেমীরা বলেন, “সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র। তার বিরুদ্ধে আইসিসি এমন সিদ্ধান্ত দিলেও দেশের মানুষ তার পাশে আছে। আমরা সবসময় তাকে সমর্থন দিয়ে যাব। মাশরাফির পর দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় তারকা সাকিব আল হাসান। ভারত সফরের ঠিক আগের মুহূর্তে তার বিরুদ্ধে এমন শাস্তি দুঃখজনক।”

উল্লেখ্য, সাকিব আল হাসানকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হলেও তার এক বছরের সাজা স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে যুক্ত না হলে ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে মাঠে ফিরতে পারবেন তিনি।

দ্য ক্যাম্পাস টুডে।

সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেটকে নদীর মধ্যে নিয়ে যাচ্ছেন কেন?’

জাতীয় টুডেঃ- “প্রধানমন্ত্রী হিসেবে নয় বাঙালি ছেলে সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে কলকাতা যাব” জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফরে বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণ বিষয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান। ভারত সফরে কলকাতায় টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই টেস্ট দেখার জন্য সৌরভ গাঙ্গুলী আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

কলকাতা টেস্ট উপলক্ষে তিস্তা চুক্তি নিয়ে কোনো ‘ক্রিকেট কূটনীতি’ থাকবে কি না, এমন এক প্রশ্নের জবাবে কিছুটা রসিকতা করে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেটকে নদীর মধ্যে নিয়ে যাচ্ছেন কেন?’ শেখ হাসিনা আরো বলেন, ‘এটি প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত নয়। বাঙালি ছেলে সৌরভের দাওয়াত। সৌরভের দাওয়াত বলেই আমি সেখানে যাব। উদ্বোধনী অনুষ্ঠানে থাকব। বিকালে চলে আসব।’

বিসিসিআইয়ের প্রধান সৌরভের ফোন পাওয়ার বিষয়ে তিনি জানান, ‘সৌরভ বাঙালি ছেলে। সে একসময় ক্রিকেটে খুব নাম করেছিল। এই প্রথম একজন বাঙালি হিসেবে বিসিসিআইয়ের প্রধান হয়েছে। এরপর সে আমাকে ফোন করেছিল। আমাকে দাওয়াত দিল। বলল, আমি যেন ওখানে যাই এবং খেলার শুরুতে অন্তত থাকি। আমি রাজি হয়ে গেলাম।’

১০ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা

জাতীয় টুডেঃ পৃথকভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সম্মত হয়েছে তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষ। আগামী ১০ থেকে ১২ এবং ১৭ থেকে ১৯ জানুয়ারি ইজতেমার আনুষ্ঠানিকতা পালন করবে দুই পক্ষ।২০২০ সালের বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে আলোচনার জন্য তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।২৮ অক্টোবর সোমবার বিকাল সাড়ে ৪টায় এ বৈঠক হয়।সচিবালয়ে এ বৈঠকে সাদ অনুসারীদের পক্ষে নেতৃত্ব দেন সৈয়দ ওয়াসিফ ইসলাম। মাওলানা জুবায়ের নেতৃত্ব দেন সাদবিরোধীদের পক্ষে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ (ধর্ম প্রতিমন্ত্রী ), জাহিদ আহসান রাসেল (ক্রীড়া প্রতিমন্ত্রী), আনোয়ার হোসেন (মন্ত্রিপরিষদ সচিব), আনিসুর রহমান (ধর্ম মন্ত্রণালয়ের সচিব), . মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (আইজিপি) সহ তাবলিগ জামাতের দুপক্ষের প্রতিনিধিরা।দুই পক্ষকে সন্তুষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলাদাভাবে ইজতেমার অনুমতি দেয়া হয়েছে। সা’দ বিরোধী অংশ আগামী ১০,১১ ও ১২ জানুয়ারি টঙ্গী ময়দানে ইজতেমা আয়োজন করবে। এর পরের সপ্তাহে অর্থাৎ ১৭,১৮ ও ১৯ জানুয়ারি মাওলানা সা’দের অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে।

মাওলানা সাদ কান্ধলবি (তাবলিগ জামাতের কেন্দ্রীয় আমির ) বৈঠকে অংশ না নেয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।দুই পক্ষই আলাদাভাবে ইজতেমার আগে ৫ দিনের জোড় করবে আর তা টঙ্গী ময়দানে করা যাবে না।

যাত্রীসেবার মান উন্নয়নে গণশুনানি চলছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের

জাতীয় টুডেঃ- বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুনানির আয়োজনে যাত্রীসেবার মান উন্নয়নে গণশুনানি চলছে। সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে গণশুনানি শুরু হয়।এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম (বেবিচক চেয়ারম্যান )সহ গণশুনানিতে উপস্থিত রয়েছেন, তৌহিদ-উল- আহসান (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার), এ বি এম ইসমাইল (বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন বিভাগের পরিচালক )সহ প্রমুখ।

সাধারণ যাত্রী ও বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের যাত্রীসেবা ও ভোগান্তির বিষয়ে বিভিন্ন প্রশ্ন করছেন আর বেবিচক কর্মকর্তারা তার উত্তর দিচ্ছেন।শহিদুল আলম নামে একজনের প্রশ্নের উত্তরে মফিদুল ইসলাম (বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল) বলেন, ” হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি কমেছে, আরও কমবে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এখন সার্বিক সেবার মানে পরিবর্তন এসেছে বলেও তিনি জানান।”

যাত্রীদের অনেক অভিযোগ রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে ।তার মধ্যে সময়মতো লাগেজ না পাওয়া ও হারানো, লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি হওয়া, দেরিতে ফ্লাইট ছাড়া প্রভৃতি।

ঢেলে সাজানো হবে সারা দেশের রেল বিভাগ: রেলমন্ত্রী

জাতীয় টুডেঃ- দেশের মানুষের চাহিদার কথা বিবেচনা করে উত্তরাঞ্চলসহ সারা দেশের রেল বিভাগ ঢেলে সাজানো, স্টেশনগুলোকে আধুনিকীকরণ এবং রেল লাইনকে ডাবল লাইনে উন্নীত করা হবে বলেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।২৭ অক্টোবর রবিবার বিকেলে জয়পুরহাট আইনজীবী সমিতির ৪৭ বছর পূর্তিতে আইনজীবী পরিবার দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে জেলা আইনজীবী ভবনে মতবিনিময় ও আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি’র (জেলা আইনজীবী সমিতির সভাপতি ) সভাপতিত্বে বক্তব্য দেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও অ্যাড. সামছুল আলম দুদু (জেলা আওয়ামী লীগের সভাপতি ), এম এ হাওলাদার রব (জেলা ও দায়রা জজ ), শহীদুল ইসলাম (সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ), জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, সিনিয়র আইনজীবী ও সাবেক হইপ এ.ই.এম খলিলুর রহমান, খাজা জহুরুল হক ও জেলায়েত হোসেন মোল্লাসহ প্রমুখ।

নূরুল ইসলাম সুজন (রেলমন্ত্রী) এ অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির স্মরণীকার মোড়ক উন্মোচন করেন। তার আগে রেলমন্ত্রী, জেলা আইনজীবী সমিতি ভবনের লিফট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ কাউন্সিলরকে শোকজ করা হয়েছে

জাতীয় টুডেঃ- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ জন সাধারণ ওয়ার্ডের এবং দুই জন সংরক্ষিত ওয়ার্ডের নারী মোট ২১ জন কাউন্সিলরকে শোকজ জারি করেছে করপোরেশন।২৭ অক্টোবর রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ( ডিএসসিসি) সচিব স্বাক্ষরিত নোটিশে গত ২৩ অক্টোবর কাউন্সিলরদের বিরুদ্ধে ঐ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।নোটিশে ২৩ অক্টোবর থেকে পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে কাউন্সিলরদের চিঠির জবাব দিতে বলা হয়েছে। কাউন্সিলরদের বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয় তিন এর বেশি সাধারণ বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে।

কাউন্সিলররা হলেন: সাধারণ ওয়ার্ড- মাকসুদ হোসেন মহসিন , মো. হাসান, রফিকুল ইসলাম রাসেল , বিল্লাহ শাহ , আউয়াল হোসেন , মোস্তফা জামান , মোহাম্মদ সেলিম , জসিম উদ্দিন আহমেদ , তরিকুল ইসলাম সজীব , আনোয়ার পারভেজ বাদল, ময়নুল হক মঞ্জু , গোলাম হোসেন , আশরাফুজ্জামান , আব্দুল বাসিত খান , গোলাম আশরাফ তালুকদার , মকবুল ইসলাম খান টিপু সরোয়ার হাসান , আরিফ হোসেন , নাছিম মিয়া। আর সংরক্ষিত নারী ওয়ার্ডের দুই কাউন্সিলর হলেন- রাশিদা পারভিন এবং শিউলি হোসেন ।