পরোয়ানা ছাড়াই নুরদের গ্রেপ্তার করতে পারবে পুলিশ: আদালত

ক্যাম্পাস টুডে ডেস্ক


পরোয়ানা ছাড়াই নুরদের গ্রেফতার করতে পারবে পুলিশ । ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এর (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় আসামিকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। নুরদের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে রবিবার আদালত এ কথা জানিয়েছে।

এর আগে রবিবার (০৪ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে নুরুল হক নুরসহ ছয় আসামিকে গ্রেপ্তারের আবেদন করেন মামলার বাদী। আবেদনের পরে বিচারক শুনানি শেষে তা নথিভুক্ত করার আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান জানান, ‘আসামিদের গ্রেপ্তার না করার ফলে বাদী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা গ্রেপ্তার না হলে মামলার তদন্ত প্রভাবিত হওয়ায় সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাদী ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন। এজন্য আমরা আসামিদের গ্রেপ্তার চেয়ে আবেদন করি। আদালত তা নথিভুক্ত করার আদেশ দেন।’

গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনকে আসামি করা হয়। পরে ২১ সেপ্টেম্বর বাদী কোতোয়ালি থানায় একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন।

বর্ষ পরীক্ষায় ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে জালিয়াতি, আটক ২

সানজিদ আরা সরকার বিথী, ঢাবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তীর্ণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফেইসবুক ব্যবহার করে সম্প্রতি একটি জালিয়াতি চক্রের বিরুদ্ধে বড় অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যায়।

এর প্রেক্ষিতে আজ বুধবার (২২ জুলাই) র‌্যাব-৩ এই চক্রের মূল হোতাসহ দুজনকে আটক করে।

এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন: ব্রাহ্মণবাড়িয়ার মোঃ সাদেক মিয়া ওরফে শিশু মিয়া ছেলে মাসুম রানা রনি (২৪); হবিগঞ্জ জেলার চুনারঘাটের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ আব্দুর রহিম সাদেক (২২)।

এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজ ২২ জুলাই শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩/২৪/৩০/৩৫ ধারায় একটি মামলা রুজু করা হয়, যার নং ২৮।

ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ আনে ফয়সাল মাহবুব নামে জাল একাউন্ট ব্যবহার করে জালিয়াতি চক্র সাত কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে।সাত কলেজের বিভিন্ন গ্রুপে কমেন্ট করে টাকার বিনিময়ে পরীক্ষায় উত্তীর্ণ করে দেয়ার প্রতিশ্রুতি দেয়ায় জালিয়াত চক্রের ফাঁদে পড়ে অনেক শিক্ষার্থী বিকাশের মাধ্যমে টাকা দেয়।

ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সাথে এই জালিয়াতি ঘটনাতে আজ দুইজন আটক হওয়ার পর আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাবি প্রশাসন শিক্ষার্থী এবং অভিভাবকদের সতর্কীকরণ করে কোনো প্রকার আর্থিক লেনদেন এবং জালিয়াতি চক্রের ফাঁদে পা না দিতে আহবান করে বলা হয়েছে, ‘এ ধরনের জালিয়াতি যারা করবে বা যারা এর আশ্রয় নেবে তারা আইনগতভাবে অপরাধী হবে।

তাই প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে যেন আইনগত অবস্থার মুখোমুখি না হতে হয়, সে বিষয়ে অভিভাবক এবং শিক্ষার্থীদের সচেতন ও সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

‘ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস ও প্রক্টরিয়াল বডি সকল জালিয়াতির ব্যাপারে সদা সক্রিয় রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তীর্ণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটি জালিয়াত চক্রের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে বিশাল অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যায়।’

উল্লেখ্য, এই বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় গত ১ জুলাই ২০২০ তারিখে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরী করেন এবং র‌্যাব-৩ এর অধিনায়ক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভাড়ার জন্য মেসে আটকে রাখা ৫ ছাত্রীকে উদ্ধার

ক্যাম্পাস টুডে ডেস্কঃ করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে দুই মাসের অগ্রিম ভাড়ার জন্য বাড়িওয়ালা কর্তৃক আটকে রাখা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পাঁচ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার (১৭ মে) দুপুরে কামারগাড়ী এলাকায় শিউলী ছাত্রীনিবাসে এই ঘটনা ঘটে।

ছাত্রীনিবাসটির বাসিন্দা বীথি সাংবাদিকদের বলেন, “রবিবার দুপুরে শিউলী ছাত্রীনিবাসের পাঁচ ছাত্রী বাড়ি যাওয়ার জন্য বই কাপড়-চোপড় বের করার সময় নিবাসের তত্ত্বাবধায়ক রেনু বেগম আগাম দুই মাসের ভাড়া ছাড়া তাদের বের হতে বাধা দেন।”

এ নিয়ে ছাত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নিবাসের মালিক। এক পর্যায়ে ছাত্রীনিবাসের মালিক ছাত্রীদের ভেতরে রেখে মুল ফটকে তালা ঝুলিয়ে দেন।

বীথি আরও বলেন, মে মাস পর্যন্ত ভাড়া পরিশোধ করা হয়েছে। আগাম আরও দুই মাসের ভাড়া চায়। করোনাভাইরাসের সময় বিভিন্ন ছাত্র ও ছাত্রীনিবাসের মালিকরা জোট হয়ে এভাবে নির্যাতন করছে। ভাড়াও তারা বেশি নেয়।

এসআই জাহাঙ্গীর আলম জানান, খবরটি ছড়িয়ে পড়লে পুলিশ ও গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ পাঁচ ছাত্রীকে তালাবন্ধ ঘর থেকে উদ্ধার করে। পরে ওই পাঁচ ছাত্রী বই, কাপড়-চোপড়সহ বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। এই ছাত্রীনিবাসে প্রায় ৫০ জন ছাত্রী থাকেন ।

জহুরুলনগরের একটি ছাত্রীনিবাসের মালিক আসলাম আলী বলেন, এটা অমানবিক, দুঃখজনক ঘটনা। আজিজুল হক কলেজের আশেপাশে প্রায় ৫শটি ছাত্র ও ছাত্রীনিবাসের ১০ হাজারের মতো শিক্ষার্থী থাকেন। করোনা সময় বেশিরভাগ মালিক এরকম করছে ব্যবহার করছে।

শিউলী ছাত্রনিবাসের তত্ত্বাবধায়ক রেনু বেগম বলেন, বাড়ির মালিক রমজান আলীর সঙ্গে কথা বলে অন্যান্য মালিকদের সঙ্গে নিয়ে তালা ঝুলিয়েছিলাম।

ছাত্রীনিবাসের অপর এক মালিক মো. মাছুম বলেন, আমরা ছাত্রীনিবাসের মালিকরা এক হয়ে সিদ্ধান্ত নিয়েছি আগাম দুই মাসের ভাড়া ছাড়া কাউকে বই কাপড়-চোপড় নিয়ে বাড়ি যেতে দেব না। তাই সবাই মিলে ভাড়া না দেওয়ায় তালাবন্ধ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ১১৮ বোতল মদসহ একজন আটক

আবু সাঈদ আল জিহাদঃ চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে দেশীয় চোলাইমদসহ একজনকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আজ শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা-মালপুকুর নামক জায়গায় বড় ব্রীজের উপরে অভিযান চালিয়ে ১১৮ বোতল দেশীয় তৈরি চোলাইমদসহ তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁদলাই জোড় বাগান এলাকার মৃত সাহেদ আলী এর ছেলে মোঃ শাহীন আলী (৪৫)।

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা থেকে চাঁপাইনববাগঞ্জ গামী পাঁকা রাস্তায় মালপুকুর নামক জায়গায় বড় ব্রীজ এর উপরে চেকপোষ্ট পরিচালনা করে ১১৮ বোতল দেশীয় তৈরি চোরাইমদ, ১টি অটোরিকসাসহ মোঃ শাহীন আলীকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দীর্ঘদিন যাবৎ আমনুরা ঘাটি থেকে দেশীয় তৈরি চোলাইমদ নিয়ে এসে খুচড়া বিক্রয় করার কথা স্বীকার করে । এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি মামলা হয়েছে।

করোনা নিয়ে গুজব ছড়ানোয় দুই ইমাম-শিক্ষকসহ আটক ৬

ক্যাম্পাস টুডে ডেস্ক


বরিশালের গৌরনদী উপজেলায় করোনার বিস্তার নিয়ে মাইকে ঘোষণা এবং ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মসজিদের ২ ইমাম ও ২ শিক্ষকসহ ৬ জনকে আটক করা হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,- বার্থী কলেজের শিক্ষক সালমা আক্তার, গৌরনদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম,বানিয়াছড়ি মসজিদের ইমাম আব্দুল কাদের, উত্তর বিজয়পুর মসজিদের ইমামম হাসান আল-মামুন, অবসরপ্রাপ্ত শিক্ষিকা দিপালী দেবনাথ এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম।

দুইজন ইমাম ও অবসরপ্রাপ্ত সার্জেন্টকে মসদিজের মাইকে করোনা সম্পর্কে গুজব সৃষ্টির অভিযোগে এবং অন্য তিন জনকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে।

এ ব্যাপারে গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান, আটককৃতরা করোনা সম্পর্কে নেতিবাচক খবর ছড়াচ্ছিলো। এই অভিযোগে আটক করা হয়েছে।

সরকারি ১০ টাকার ৬৮ বস্তা চালসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

সারাদেশ টুডে


মাদারীপুরের শিবচর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ৬৮ বস্তা (৫১ মণ) চাল জব্দ করা হয়েছে। —দেশ রুপান্তর।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ ঘটনার সততা নিশ্চিত করেন।

উপজেলার শেখপুর বাজার থেকে শনিবার রাত সাড়ে নয়টার দিকে চালসহ আবু বক্কর সিদ্দিকী নামে এক চাল ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি বাশকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। রবিবার দুপুর ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শিবচর উপজেলার শেখপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শিবচর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো. রকিবুল ইসলাম, শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ ও মাদারীপুর র‌্যাব-৮ এর একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে প্রশাসনের একটি দল জানতে পারে যে, ১০ টাকা দরের কিছু চাল কালোবাজারে বিক্রির জন্য ডিলার তার নিজ দোকানে না রেখে অন্য জায়গায় মজুদ করেন। পরে প্রশাসন বাজারে অভিযান চালিয়ে আবুবক্কর সিদ্দিকীর মালিকানাধীন ৬৮ বস্তা চাল অন্য দোকান থেকে উদ্ধার করে।

শিবচর বাশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার মুন্সি বলেন, মাসুম মোল্লার
ঘটনাটি আমি শুনছি। তিনি বাশকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রলীগে সাধারণ সম্পাদক ছিলেন। এখন যুবলীগ করেন তবে, এখনো কোনো কমিটি করা হয় নাই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, আমরা গোপন-সংবাদের ভিত্তিতে জানতে পারি। ওই বাজরে কিছু চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্য মজুদ করে রেখেছে। আমরা রাতেই অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে ৬৮ বস্তা চালসহ আবুবক্কর সিদ্দিক নামের একজনকে আটক করি।

হাসপাতালের ব্যবহার করা মাস্ক ধুয়ে বিক্রি, আটক ২

সারাদেশ টুডে


করোনাভাইরাস প্রার্দুভাবে চড়া দামে বিক্রি করছে হ্যান্ড গ্লাভস ও মাস্ক । শুধু দাম চড়া দামে বিক্রি করেই থেমে থাকে নি পাশাপাশি হাসপাতালে ব্যবহার করে ফেলে দেয়া মাস্ক ও হ্যান্ড গ্লাভস মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রণ করে বাজারে বিক্রি করছে।

হাসপাতালের ব্যবহার করা মাস্ক-হ্যান্ড গ্লাভস ধুয়ে বিক্রির দায়ে গাজীপুরের টঙ্গীর নাসির নামের এক দুষ্কৃতিকারী কালোবাজারিকে শনাক্ত করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

জানা গেছে, এলাকার একটি দোকানে আয়রন করতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে রক্ত মাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে। এই ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশ। তবে মূলহোতাকে এখনো পুলিশ আটক করতে পারেনি।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার উত্তরা, টঙ্গী এবং গাজীপুরের সবকটি হাসপাতালে ব্যবহার করে ফেলে দেয়া মাস্ক ও হ্যান্ড গ্লাভস মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রণ করে বাজারে বিক্রি করছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি এই ব্যবসা করে আসছে।

“নাসির নামের এক ব্যক্তি এক মাস ধরে এই ব্যবসা করে আসছে। করোনাভাইরাস আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলে, সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন হাসপাতাল থেকে ব্যবহার করা মাস্ক ও হ্যান্ড গ্লাভস সংগ্রহ করে ধুয়ে বাজারে চড়া দামে বিক্রি করছে তিনি।” জানিয়েছে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে এসে দুজনকে আটক করা হয়েছে। তবে মূলহোতাকে এখনো আটক করা যায় নি।ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করতে অভিযান চলছে।

ইয়াবা বিক্রির সময় প্রধান শিক্ষক আটক

ক্যাম্পাস টুডে ডেস্ক


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী সবুজকে ৫২ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত ইয়াকুব আলী শেরপুরের শ্রীবরদী উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বর্তমানে ওই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্বরত আছেন।

২১ ফেব্রুয়ারি শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা গেছে, গত দুই বছর আগেও জামালপুরের বকসীগঞ্জে মাদকসহ আটক হয়েছিল ইয়াকুব আলী। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, আটককৃত ইয়াকুব আলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শালমারা বাজারে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির সময় ইয়াকুব আলীকে হাতেনাতে আটক করে পুলিশ। আটকের পর তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, আটককৃত ইয়াকুব আলী শেরপুরের শ্রীবরদী উপজেলার শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং বর্তমানে ওই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত আছে।

সুনামগঞ্জে দুই পক্ষের সংর্ঘষে নারীসহ ২০ জন আহত, আটক ৫

ক্যাম্পাস টুডে ডেস্ক


আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত হয়েছেন খেলন মিয়া, খুদেজা বেগম ও রাজন মিয়া। গুরুতর আহত সবাইকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউপির নয়নগর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনায় ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।

জানা যায়, এদিন বিকেলে নয়নগর গ্রামের কাদির মিয়া-আজগর আলীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় ‘অস্ত্রশস্ত্র’ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হন। সংঘর্ষের সময় একপক্ষ অপরপক্ষের বাড়িঘরে হামলা-পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান। তিনি জানান, সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

স্কুলের সামনে থেকে ইয়াবাসহ শিক্ষক আটক, আদালতে প্রেরণ

সারাদেশ টুডে


আজাদ সরদার ওরফে আজিম (২৫) নামের এক স্কুলশিক্ষককে ইয়াবাসহ গ্রপ্তার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দ মুনস্টার কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক।

আজ মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মাখন রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাখন রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আজাদ সরদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে মুনস্টার কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ. হামিদ জানান, আজিম প্রায় দুই বছর যাবৎ তার শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাদকসহ তার গ্রেপ্তার হওয়ার বিষয়টি জেনে কর্তৃপক্ষ জরুরি সভা করে তাকে শিক্ষকের পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারকৃত ওই শিক্ষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।