প্রতিবছর নারীরা পাবেন ‘সীমন্তিনী’ পদক

রাবি প্রতিনিধি: নারীর নেতৃত্ব, ক্ষমতায়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখায় প্রতিবছর সীমন্তিনী পদকে ভূষিত হবেন নারীরা।

সোমবার (৮ মার্চ) বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নারী দিবস উপলক্ষে নারী সংগঠন সীমন্তিনীর আয়োজিত এক আলোচনা সভায় বিষয়টি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ড. ফরিদা পারভীন কেয়া।

ফরিদা পারভীন কেয়া বলেন, সীমন্তিনী নারীর অপর একটি নাম, এক অনন্য শক্তি। সীমন্তিনী সূর্যের উজ্বল এক রশ্মির ন্যায়, যাকে চাইলেও ঢেকে রাখা যায় না। আপন মহিমায় সে আলোকিত হবেই হবে। নারীর নেতৃত্ব, ক্ষমতায়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখায় প্রতিবছরর সীমন্তিনীর নারীরা পাবেন ‘সীমন্তিনী পদক’।

তিনি বলেন, সীমন্তিনী এমন এক প্লাটফর্ম যেখানে নারীরা পাখির মত উড়বে, সমুদ্রের মত বিশাল হবে, পাহাড়ের মত অটল থাকবে, ময়ূরের মতো পেখম তুলে নাচবে এবং যখন খুশি কন্ঠ ছেড়ে গাইবে। সীমন্তিনী বলবে নারীদের সম্মান ও অধিকারের কথা।

এবছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জীবনযুদ্ধের স্বীকৃতি স্বরূপ সীমন্তিনী পদক-২১ এ ভূষিত হয়েছেন গণমাধ্যম বিশ্লেষক আমিনা খাতুন।

আলোচনা সভায় সীমন্তিনীর সদস্য সানজিন আরা হক তিথীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংগঠনটির সদস্য ড. মোবাররা সিদ্দিকা, ড. সেলিনা আফরোজ এবং ডা. নাদিরা বেগম।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী নারীদের নিয়ে কাজ করার লক্ষ্যে ২০২০ সালের ৮ জুলাই ‘আমরা নারী, সব পারি’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত হয় নারী সংগঠন ‘সীমন্তিনী’। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নারীর আবেগ, অনুভূতি, নিজস্ব সৃজনশীলতার পাশাপাশি নারী সমস্যার কথা তুলে ধরছে।

বশেমুরবিপ্রবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক নারী দিবস ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ ২০২১ তারিখ দুপুর ১টায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবনের নিচতলায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোছাঃ হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. এ সাত্তার, শিক্ষক সসিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা, বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজরে সহকারী অধ্যাপক সানজীদা পারভীন প্রমুখ।

অগ্নি দগ্ধ হয়ে ঢামেকে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন। সমাজ গঠনে নারীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। #প্রেস বিজ্ঞপ্তি