ইবিতে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ১৯ জুন

 

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত ও চূড়ান্ত পরীক্ষাসমূহ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে ১৯ জুন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

এসময় রেজিস্ট্রার বলেন, ‘ আগামী ১৯ তারিখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। এতে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে সশীরে নাকি অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তা এখনি বলা সম্ভব নয়।’

জানা যায়, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি অনলাইন অথবা সশরীরে শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল ও আটকে থাকা পরীক্ষা নেয়ার ব্যাপারে নির্দেশনা দেয়।

নির্দেশনায় বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যে পদ্ধতিতেই পরীক্ষা গ্রহণ করুক না কেন তা অবশ্যই সিনেট অথবা একাডেমিক কাউন্সিলে (এসি) পাস হতে হবে। সে অনুযায়ী ইবি প্রশাসন অনুষদসমূহে বিভাগগুলোর পরামর্শ জানতে চিঠি পাঠায়। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো একাডেমিক মিটিং সম্পন্ন করেছে। অধিকাংশ বিভাগ শিক্ষার্থীদের মতামত নিয়ে সশরীরে পরীক্ষা নেয়ার এবং দ্রুত পরীক্ষা শুরুর পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘ এ মাসের ১৯ তারিখে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। আশা করছি জুলাইয়ের প্রথম সপ্তাহে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত আসতে পারে।’

 

ইয়াবাসহ গ্রেপ্তার ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী

ইবি টুডে: বকুল জোয়ার্দ্দার নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মচারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারের সময় অভিযান চালিয়ে ৮৯ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আজ মঙ্গলবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহের শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

জানা যায়, বকুল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস (বিএনসিসি) অফিসের কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, র‌্যাব-৬ মামলা দিয়ে তাকে শৈলকূপা থানায় সোপর্দ করে। মঙ্গলবার (২৫ মে) তাকে ঝিনাইদহ আদালতে হাজির করা হয়। আদালত তাকে জামিন দিয়েছেন কি-না তা নিশ্চিত নই।

তিনি আরও বলেন, মাদক অভিযানের অংশ হিসেবে সোমবার (২৪ মে) বিকেলে শেখপাড়া এলাকায় অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব-৬। পরে শেখপাড়া বাজার থেকে ইবি কর্মচারী বকুল জোয়ার্দ্দার ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাহেব আলীকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছে ৮৯ পিস ইয়াবা পায় র‌্যাবের অভিযানিক টিম।

এ বিষয়ে ইবি প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা এ ব্যাপারে কিছুই জানি না এবং জানানো হয়নি। গ্রেফতার হলে আমরা এ বিষয়ে খোঁজ নেব। আদালত তাকে জামিন না দিলে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অ্যাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হুমকি!

ইবি প্রতিনিধি: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকির শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক ছাত্রী। অভিযুক্ত ফারুক হোসেন একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী।

অভিযোগপত্রে ভুক্তভোগী ছাত্রী বলেন, ফারুক হোসেন নামের (আইডি নাম: Faruk Hossain বিপ্লবী) একজন ছাত্র নিজেকে মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী পরিচয় দিয়ে আমাকে ইনবক্সে প্রপোজসহ নানা বাজে টেক্সট দিয়ে এবং ক্যাম্পাসে সরাসরি বিরক্ত করে আসছেন। আমি তার কু–প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায়ই আমার পিছু নিয়ে বাজে মন্তব্য করতেন। বিষয়টি আমি আমার বন্ধু বান্ধবীদের জানাই। এরপরই ক্যাম্পাস বন্ধ হয়ে যায়।

সম্প্রতি তিনি আবারো এমন কাজ করেন। আমি তার প্রস্তাবে রাজি না হওয়ায় উনি আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন। এবং আমার ক্ষতি করার হুমকি ধামকি দেন। ক্যাম্পাসের রাজনৈতিক নেতা এবং বড় ভাইদের ভয় দেখিয়েছেন।

এরপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছবি দিয়ে ফেক আইডি খুলেছেন এবং ফটোশপে আমার ছবি বিকৃতি করে আমার পরিচিত বন্ধু-বান্ধব, ভাইয়া আপুদের রিকুয়েষ্ট দিচ্ছেন। আমাকে অশ্লীল ছবি এবং ভিডিও পাঠিয়েছেন।

এই কর্মকাণ্ডে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি এবং একইসাথে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি উক্ত ব্যক্তির কুপ্রস্তাব, হুমকি এবং মানসিক ও সামাজিকভাবে লাঞ্ছিতের ঘটনার প্রতিকার চাচ্ছি।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত ফারুকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সিনিয়র ও জুনিয়র মেয়েদের নানা ভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে। ২০১৯ সালে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে ম্যাসেঞ্জারে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে।

২০২০ সালে ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের এক ছাত্রীকে ম্যসেঞ্জারে উত্তক্ত করেন ফারুক। এর আগে কয়েকজন ভুক্তভোগী ছাত্রী অভিযুক্ত ফারুকের হেনস্তার বিষয়ে ফেসবুকে পোস্ট দেন।

এছাড়াও বাংলা, ইংরেজি, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্কসহ বিভিন্ন বিভাগের অন্তত ১৫ জন শিক্ষার্থীর অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন থেকে ফারুক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রীদের নানা ভাবে উত্যক্ত করে আসছে। বিভাগের বড় আপু থেকে শুরু করে জুনিয়র মেয়েদের নানা ভাবে হেনস্তা করে সে। তার ছাত্রত্ব বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে একাধিকবার কল করেও তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিষয়টি জেনেছি। কাল ভিসি স্যারের সাথে এ নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

মরতে বসেছে ইবির প্রধান ফটকের কৃষ্ণচূড়া গাছটি

ইমানুল সোহান, ইবি: অযত্ন- অবহেলা, ডাল কাটা, বিভিন্ন পোস্টার আর বিলবোর্ডের পেরেকের ভারে মরতে বসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কৃষ্ণচূড়া গাছটি। প্রকৃতি পালাবদলের এই সময়ে লাল কৃষ্ণচূড়ায় ভিন্নরূপে হাজির হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ক্যালেন্ডার কিংবা বিভিন্ন সংবাদমাধ্যমে কৃষ্ণচূড়ার দগদগে লাল ছবিটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু প্রকৃতিতে গাছটি এখন নিঃপ্রাণ। ফুল তো দূরের কথা পাতা পর্যন্ত গজায়নি গাছটিতে।

গাছটির এমন অবস্থা মেনে নিতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গাছটির পূর্বের ছবির সাথে বর্তমান সময়ের চিত্র দিয়ে মনোঃকষ্ট প্রকাশ করছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘ গাছটি নিয়মিত পরিচর্যা করা হতো না। প্রধান ফটকের সামনে হওয়ায় অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন পেরেক দিয়ে বসানো হতো। সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কখনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এছাড়াও কয়েক দফায় গাছটির ডাল কাটা হয়েছিলো। এসব কারনেই গাছটি আজ মরতে বসেছে। যে গাছটির সাথে আমাদের হাজারো স্মৃতি বহমান সেই গাছটির এই অবস্থা দেখে আমরা ব্যথিত- মর্মাহত।

এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আকখার হোসেন আজাদ বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সৌন্দর্যবর্ধক কৃষ্ণচূড়া গাছটি দীর্ঘদিন ধরে অযত্ন এবং অবহেলায় ছিল। গাছের জন্য প্রয়োজনীয় সার দেওয়া তো দূরের কথা; বরং এর মূলে একটু পানি পর্যন্ত দেওয়া হতো না। মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার জন্যই ঐতিহ্যবাহী এই গাছটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রোজদার আলী রুপম বলেন, ‘ আমি ব্যক্তি উদ্যেগে গাছটির এই অবস্থা দেখে পরিচর্যা করতে শুরু করি। কিন্তু গাছটি বাঁচানো যাবে বলে মনে হয়না।’

এ বিষয়ে এস্টেট অফিসের পরিচালক সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।

ইবি শিক্ষার্থীরা লক্ষাধিক টাকা অর্থ সহায়তা দিলেন ক্যাম্পাস দোকানিদের

ক্যাম্পাস টুডে ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা এক লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ক্যাম্পাস দোকানিদের।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন আলোড়িত ৩০, অদম্য ৩১, বন্ধন ৩২ ও সঞ্জিবনী ৩৩-এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

শনিবার দুপুরে ক্যাম্পাসের আমতলায় আনুষ্ঠানিকভাবে দোকানিদের হাতে নগদ অর্থ তুলে দেন উক্ত সংগঠনের শিক্ষার্থীরা।

অর্থ বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহের প্রতিপাদ্য ছিল ‘হাসিমুখে ঈদ’।

বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত ৭৫ জন দোকানি ও দোকান সহকারীর মধ্যে সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয় এবং ১০ জন নারী দোকানি ও দোকান সহকারীকে শাড়ি উপহার দেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে সংগঠনগুলোর প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ইবির চার শিক্ষকের পিএইচডি ডিগ্রি অর্জন

 

ইবি প্রতিনিধি


পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক। আজ বিশ্ববিদ্যালয়ের ২৫০ তম সিন্ডিকেট সভায় চার শিক্ষকের পিএইচডি চূড়ান্তভাবে পাশ হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে একাডেমিক অফিস।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহার তত্তাবধায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন একই বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন। একই বিভাগের অধ্যাপক ড. খোন্দকার তৌহিদুল আনামের তত্তাবধায়নে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন আল ফিকৃহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. এম রবিউল হোসেনের তত্তাবধায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ইবি আইন বিভাগের সহকারী অধ্যাপক মাকসুদা আক্তার।

আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের পিএইচডি অর্জনের বিষয় হলো ‘দরিদ্র জনগোষ্ঠীর বিচার ব্যবায় প্রবেশাধিকার ও বাংলাদেশের আইনগত সহায়তা প্রদান আইন, একই বিভাগের সহকারী অধ্যাপক মাকুসদা আক্তারের বিষয় হলো ‘ ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ; শরীয়াহ আইনের দৃষ্টিভঙ্গি’, আল ফিকৃহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনের বিষয় হলো ‘ বাংলাদেশ তথ্য অধিকার আইন ও প্রায়োগিক পর্যালোচনা, একই বিভাগের মো: আমজাদ হোসেনের পিএইচডি অর্জনের বিষয় হলো বাংলাদেশের শ্রমিকের অধিকার বলবৎকরনে লেবার কোর্টের ভূমিকা।

 

ইবিতে স্নাতক-স্নাতকোত্তর পরীক্ষা: পরিবহন সুবিধা থাকলেও হল বন্ধ

ইবি প্রতিনিধিঃ করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক সুবিধা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুস সালামের সভাপতিত্বে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অনুষ্ঠিত ১১৯তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে পরীক্ষা চলাকালে পরিবহন সুবিধা থাকলেও আবাসিক হল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

সভায় প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতিসহ শিক্ষক ও বিভিন্ন অফিস প্রধানরা উপস্থিত ছিলেন।

পরীক্ষা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মানার বিষয়টি বিভাগের হাতেই থাকবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবহন সুবিধা দিলেও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। তবে পরীক্ষা চলাকালে কোন শিক্ষার্থীদের করোনা হলে তার দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবে না।

ইবি শিক্ষার্থীদের ডাটা কিনতে সাড়ে ৩ লাখ টাকা দিল শিক্ষকরা

মোঃ সোহানুর রহমান, ইবি প্রতিনিধি


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের একদিনের বেতন কর্তন করে সমপরিমাণ অর্থ থেকে শিক্ষার্থীদের ইন্টারনেট ডাটা ক্রয়ে সাড়ে তিন লাখ টাকা অর্থ সহায়তা প্রদানের জন্য বিভাগীয় চেয়ারম্যানদের হাতে চেক হস্তান্তর করা হয়েছে ৷

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপাচার্য অফিসের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ৷

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ৷

এদিকে করোনা সংক্রমণ শুরুর দিকে শিক্ষকদের ১ দিনের বেতন কর্তন করে প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত কর্মচারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দেয়া হয় ৷ অবশিষ্ট প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ডাটা কেনায় সহায়তার অংশ হিসেবে আনুপাতিক হারে ভাগ করে বিভাগীয় চেয়ারম্যানদের হাতে তা তুলে দেয়া হয়েছে ৷

সাপে কেটে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ইবি প্রতিনিধি


শৈলকুপার শেখপাড়ায় সাপের কামড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাসেল আহমেদ নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সকাল ১০ টায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল আহমেদকে গতকাল (শনিবার) রাতে ঘুমন্ত অবস্থায় ডান হাতের কনুইর নিচে সাপে কামড় দেয়। পরে আনুমানিক রাত ৪টার দিকে সে ঘুম থেকে জেগে উঠে হাতের কনুই নিচ থেকে রক্ত ঝড়তে দেখে।

পরে বিষয়টি তার মাকে জানালে স্থানীয় ওঝা দিয়ে ঝাঁড়ফুক দেওয়া হয়। সকালের দিকে তার শরীরের অবস্থার অবনতি হলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

ওই শিক্ষার্থী শেখপাড়া গ্রামের আমজাদ হোসেন মোল্লার ছেলে। উক্ত শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ইবি ছাত্রী তিন্নী হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ইবি প্রতিনিধি


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ছাত্রী উলফাত আরা তিন্নীর রহস্যজনক মৃত্যুকে হত্যা দাবি করে মানবন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১১ টায় অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসােসিয়েশনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তিন্নী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে তারা। একইসাথে বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।

এসময় অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইবির সাবেক বিভাগীয় সভাপতি প্রফেসর শওকত জাহাঙ্গীর।

এছাড়াও কামাল উদ্দিন, তাওহীদ হাসান জোবেরী, আশরাফুল ইসলাম, রিজভী রাসেল, মােস্তাফিজুর রহমান তামিমসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তিন্নির এ রহস্যজনক মৃত্যু জাতিকে প্রশ্নবিদ্ধ করে। তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এ হত্যার সুষ্ঠু তদন্ত এবং এ ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ বিচার চাই। যদি তা না হয় তাহলে এর থেকে তীব্র আন্দোলনে যাবাে আমরা।

বক্তারা বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না বাংলার মানুষ। এজন্য দেশের ছাত্রসমাজকে সােচ্চার ও আন্দোলন করতে হবে। ছাত্রসমাজ ছাড়া এসব ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ালেও খুব বেশি কাজ হয় না।

তবে ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি বলে গতকাল সোমবার (৬ অক্টোবর) রাতে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার। তিনি বলেন, তিন্নীর ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের কোন আলামত মেলেনি। আর এটি ছিল আত্মহত্যা।

এর আগে তিন্নি হত্যাকান্ডে জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে গত শুক্রবার (২ সেপ্টেম্বর) ও শনিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের তিন্নির সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।

এ ঘটনায় শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে নিহত তিন্নীর মা হালিমা বেগমের দায়ের করা মামলার প্রেক্ষিতে ৮ জন আসামীর মধ্যে ৪ জন গ্রেফতার হয়েছে। মামলার প্রধান আসামী জামিরুলসহ ৪ জন্য পতালক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।