করোনায় চবির সাবেক অধ্যাপক ভূঁইয়া ইকবালের মৃত্যু

 

চবি প্রতিনিধি

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলা ভাষার গুরুত্বপূর্ণ গবেষক, সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) সাবেক অধ্যাপক ড. ভূঁইয়া ইকবাল।

বৃ্হস্পতিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে তার ছেলে অনিন্দ্য ইকবাল বলেন, ‘বাবার করোনা হলে চিকিৎসা নেওয়ার পর রিপোর্ট নেগেটিভ এসেছিল। এরপরও করোনা সংক্রান্ত জটিলতা থাকায় ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসা চলছিল। এখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টায় তিনি মারা যান।’

অধ্যাপক ভূঁইয়া ইকবাল ১৯৪৬ সালের ২২ নভেম্বর ভোলায় জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন তিনি।

অধ্যাপক ভূঁইয়া ইকবালের কর্মজীবনের সূচনা তৎকালীন দৈনিক পাকিস্তান পত্রিকায়। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং বাংলা বিভাগের অধ্যাপক পদ থেকে ২০১৩ সালে অবসর নেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনার পাশাপাশি চালিয়ে যান গবেষণা, সম্পাদনা। তার অন্যতম গ্রন্থ ‘বাংলাদেশে রবীন্দ্র-সংবর্ধনা’, ‘রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’, ‘পূর্ববঙ্গে রবীন্দ্র-বক্তৃতা’, ‘মানিক বন্দ্যোপাধ্যায়’, ‘শামসুর রাহমান: নির্জনতা থেকে জনারণ্যে’, ‘আনিসুজ্জামান: সমাজ ও সংস্কৃতি’ উল্লেখযোগ্য।

‘মানিক বন্দ্যোপাধ্যায়’ সম্পাদনার জন্য পেয়েছেন বাংলাদেশ লেখক শিবিরের হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার। প্রবন্ধ গবেষণার জন্য তিনি ২০১৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।

দেশ বরেণ্য এই শিক্ষাবিদের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া।

যবিপ্রবির জিনোম সেন্টারে ৭ জনের করোনা পজেটিভ এসেছে

দ্যা ক্যাম্পাস টুডেঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনার নমুনা নিয়ে পরীক্ষা করা হয়।গত ২৪ ঘন্টায় ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা পজিটিভ এবং ৬১ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

করোনার টিকার জন্য নিবন্ধন শুরু করেছে জবি কর্তৃপক্ষ

ফারহান আহমেদ রাফি, জবি প্রতিনিধিঃ জবি শিক্ষার্থী ও শিক্ষকদের করোনার টিকার আওতায় আনার জন্য নিবন্ধন শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

৩ জুন রাতে জবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানান।

উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, জবিতে অধ্যয়নরত সকল স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকবৃন্দকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে তাঁদের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরনের জন্য জাতীয় পরিচয়পত্রধারী(NID) শিক্ষার্থী/গবেষককে ইংরেজি ক্যাপিটাল লেটারে জরুরি ভিত্তিতে আগামী ১০-০৬-২০২১ তারিখের মধ্যে www.jnu.ac.bd/vfc19 এই লিঙ্কে গিয়ে তথ্য দেওয়ার অনুরোধ করা হলো ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে শিক্ষার্থী ও গবেষকদের করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ক্যাম্পাস ও হল খোলার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ডাক

দ্যা ক্যাম্পাস টুডেঃ গত বছরের ১৭ মার্চ থেকে করোনা সংক্রমণের কারণে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার।এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় বা অন্য কোন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয়ে ওঠেনি। অথচ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া দেশের অন্যান্য সকল প্রতিষ্ঠান আগের মতই চলছে।এবার অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হল খোলা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধন করবেন বলে জানা গেছে।

মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, স্থগিত হওয়া পরীক্ষাগুলো ১৫-২০ দিনের সময় দিয়ে নিয়ে নেওয়া, স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কার্যক্রম চালুসহ আরও বেশ কিছু দাবি পেশ করবেন তারা।

আন্দোলনের ডাক দেওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম শুরু হোক। যে সময় নষ্ট হচ্ছে এর জন্য তো চাকরির বয়সও বাড়বে না। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে।

অনলাইন শিক্ষা কার্যক্রমের কোন সফলতা নেই বলে দাবি তুলেছেন আন্দোলনের ডাক দেওয়া শিক্ষার্থীরা।

ভর্তি পরীক্ষার তারিখ পেছাল ঢাবি, বুয়েট, রাবি

দ্যা ক্যাম্পাস টুডেঃ করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার কারণে দেশের প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।
এই অবস্থায় অন্য বিশ্ববিদ্যালয়গুলোও তাদের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে চাচ্ছে । চলতি সপ্তাহে প্রকৌশল গুচ্ছসহ আরও কয়েকটি ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।গতকাল বৃহস্পতিবার (২০ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।চলমান পরিস্থিতির জন্য দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখও পেছানোর সম্ভাবনা দেখা দিয়েছে।

জানা গেছে, এবার দেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুরোনো পাঁচটি বিশ্ববিদ্যালয় বুয়েট এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা নেবে।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘চ’ ইউনিটের মাধ্যমে আগামী ৩১ জুলাই ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি যুদ্ধ শুরু হবে। সে হিসাবে ভর্তি পরীক্ষা দুমাসের বেশি পিছিয়ে গেছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এক মাস পেছানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে বুয়েটের ভর্তি পরীক্ষা ১০ জুন থেকে নেওয়ার সময় নির্ধারণ করা ছিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪,১৫ ও ১৬ তারিখে।এর আগে ১৪ জুন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়ার সময় নির্ধারণ করা ছ পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে ৭ মে।

আগামী ২২ পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশা করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভর্তি পরীক্ষার তারিখসহ সংশ্লিষ্ট পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান।

এবার তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সাতটি কৃষি এবং ২০ সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিন গুচ্ছে আলাদাভাবে পরীক্ষা নেবে। সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ১০ জুন পর্যন্ত আবেদন নেওয়া হবে। ৩১ জুলাই এ ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

এছাড়া তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রুয়েট, চুয়েট ও কুয়েত আবেদন ৮ মে শেষ হয়েছে। এ গুচ্ছের পরীক্ষা হওয়ার কথা ১২ জুন। বাকি ২০ বিশ্ববিদ্যালয় গুচ্ছের পরীক্ষা ১৯ জুলাই থেকে হওয়ার কথা আছে।

সূত্র জানায়, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি খারাপ অবস্থায় রয়েছে। এমতাবস্থায় দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্বিন্যাস করা হতে পারে।

ইতিমধ্যে ঢাবি, বুয়েট, রাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোর তারিখও ক্রমান্বয়ে পরিবর্তন করা হতে পারে।

ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে জানতে চাইলে প্রকৌশল গুচ্ছের আহবায়ক ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম জানান, ভর্তি পরীক্ষা পেছানোসহ সার্বিক বিষয়ে আগামী সপ্তাহে সেন্ট্রাল এডমিশন কমিটির মিটিং রয়েছে।

সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এখন কিছু বলা যাচ্ছে না।তবে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা পেছানোর সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছ বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে মিটিং ডেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মিটিং কবে হতে পারে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাতে পারেন নি তিনি।

করোনা পরিস্থিতির কারণে স্কুলশিক্ষক এখন কচু ব্যবসায়ী

দ্যা ক্যাম্পাস টুডেঃ ১১ জন স্কুলশিক্ষক একসময় তার অধীনে পাঠদান করাতেন। নিজ হাতে প্রত্যেক শিক্ষককে বেতন দিতেন তিনি। নিজেই ভাড়া দিতেন শিক্ষাপ্রতিষ্ঠানের।

করোনা পরিস্থিতির কারণে আজ সেই স্কুলশিক্ষক জলিল মাস্টার একজন কচু ব্যবসায়ী। তার শিক্ষাপ্রতিষ্ঠান এখন বন্ধ হওয়ার উপক্রম প্রায়।

শেরপুরের নকলা ‘বেবি কেয়ার স্কুল’ ছিল ওই শিক্ষকের। স্কুলটিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হতো। করোনায় স্কুল, কলেজ ও কোচিং সেন্টার বন্ধ রাখার কারণে স্কুলটি বন্ধ হয়ে যায়।এ কারণে জলিল মাস্টার অন্যের ২০ শতাংশ জমিতে কচু চাষ শুরু করেছেন।

কচু চাষ করে যে সামান্য আয় করেন তিনি তাই দিয়ে চলে তার পাঁচ সদস্যের সংসার। কচু ও লতি বিক্রি করে এখন সপ্তাহে মাত্র ৬০০ টাকা ইনকাম হয় তার।

করোনার মধ্যে সংসার চালাতে গিয়ে তিনি দুই লাখ টাকা ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন। স্কুলের বেশির ভাগ আসবাবপত্র এরই মধ্যে নষ্ট হয়ে গেছে। অনেকেই শিক্ষকই পেশা পরিবর্তন করে বাধ্য হয়ে অন্য পেশায় নিয়োজিত হয়েছেন।

করোনার কারনে অধিকাংশ শিক্ষকেরই জলিল মাস্টারের মতো দুঃসময় কাটছে। গত বছর সরকারের পক্ষ থেকে মাত্র ৫০০ টাকা অনুদান পেয়েছিলেন মাত্র তারা।

নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান বলেন, করোনায় কর্মহীন বেসরকারি স্কুল, কলেজ ও কিন্ডারগার্ডেন শিক্ষকদের অবস্থা খুবই করুণ। সরকারের পক্ষ থেকে করোনায় অনুদান পেয়েছিলেন গত বছর হাতে গোনা কয়েকজন। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনা কেড়ে নিল চবির সাবেক শিক্ষার্থীর প্রাণ

 

চবি প্রতিনিধি

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থী রকিবুল ইসলাম রকিব(২৮) মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাকিবের বন্ধুদের সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বন্ধুদের সূত্রে জানা যায়, রাকিব গত ২৮ এপ্রিল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।মঙ্গলবার(১১মে) মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বিকেল তিনটায় তার নিজ জেলা রাজবাড়ীতে তার জানাজার নামায অনুষ্ঠিত হবে।

রাকিব চবি মার্কেটিং বিভাগ থেকে পাশ করে চট্টগ্রাম বন্দরে উপ সহকারী পরিবহণ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।তার অকাল মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

করোনা টিকার নিবন্ধন প্রক্রিয়া শুরু রাবি শিক্ষার্থীদের

দ্যা ক্যাম্পাস টুডেঃ রাবিতে শিক্ষার্থীদের জন্য করোনা টিকার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। ২৪ মে’র মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে জাতীয় পরিচয়পত্র নম্বর জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ড. আজিজুর রহমান শামীম এ তথ্য জানান।

তিনি বলেন, রাবির সকল শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এ লক্ষ্যে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের ২৪ মে’র প্রদত্ত https://sites.ru.ac.bd/studentid/longin.php লিংকে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর জমা দিতে হবে।

করোনা মহামারীর কারণে গত বছরের মার্চ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেশ কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ইঙ্গিত দিলেও পরে তা পেছানো হয়। সর্বশেষ ২৪ মে রাবির অ্যাকাডেমিক কার্যক্রম চালু করার কথা জানানো হয়।

করোনার কারণে পেছালো বুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা

 

বুয়েট টুডে

করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হল। গত রোববার (৯মে) দুপুরে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।

জানা গেছে, কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষার নতুন তারিখ একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে ঠিক করা হবে।

প্রসঙ্গত, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩১ মে, ১ জুন MCQ পদ্ধতিতে প্রাথমিক বাছাই ও ১০ জুন লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিলো। তবে সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনের কারণে এ সময় পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না।

করোনা পরবর্তী সময়েও অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে: শিক্ষামন্ত্রী

ক্যাম্পাস টুডে ডেস্ক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সঙ্কট অনেক সময় আমাদের জন্য সম্ভাবনা নিয়ে আসে। করোনাভাইরাসও আমাদের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে। যেটা আমরা আজ থেকে পাঁচ বছর পরে করতাম সেটির সাথে আমরা এখন থেকেই অভ্যস্ত হয়ে গেলাম। করোনা পরবর্তী সময়েও অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

রোববার (৪ অক্টোবর) ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন ক্লাসের উদ্বোধন করা হয়।

তিনি বলেন, আমারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এর কথা বলি। সেটি বাস্তবায়ন করতে হলে আমাদের ভবিষ্যতে অনলাইন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতেই হতো। করোনা পরিস্থিতি আমাদের সেই সুযোগ এখনই করে দিয়েছে। করোনাভাইরাস পরবর্তী সময়েও অনলাইনের মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো: আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো: গোলাম ফারুক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ।