বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা স্থগিত

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির মাধ্যমে চলমান সেমিস্টার পরীক্ষা গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে।

শনিবার (২৬ জুন) বিকেলে বিভাগীয় প্রধানদের নিয়ে বিশেষ সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশব্যাপী সর্বাত্মক লকডাউন ঘোষণার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ববি প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, আজ রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের চলমান সেমিস্টার পরীক্ষাগুলো পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে অনলাইনে মিডটার্ম, ভাইভা পরীক্ষাসহ ক্লাসের কার্যক্রম চলবে।

চবিতে কর্মরত শ্রমিকদের ওপর দুর্বৃত্তদের হামলা

স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে গ্রহণ করা হবে জানতে চাইলে ববি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দিন জানিয়েছেন, যত দ্রুত সম্ভব সেমিস্টার পরীক্ষাগুলো শুরু করা হবে।

শনিবার বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত বিশেষ সভায় রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ২৪ জুন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে স্থগিত হওয়া সেমিস্টার পরীক্ষাগুলো গ্রহণ করা শুরু হয়েছিল। এর আগে চলতি বছরের শুরুতেও একবার শিক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষা গ্রহণ শুরু করেছিল ববি কর্তৃপক্ষ। পরে সরকারি নিষেধাজ্ঞার কারণে ফেব্রুয়ারিতে সব ধরনের পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়। #বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা স্থগিত

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যা

 

ববি প্রতিনিধি


মধ্যরাতে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর পরিবহন শ্রমিকের হামলার বিচারের দাবিতে টানা ৫ম দিনের মত নানা কর্মসূচী পালন করছেন শিক্ষার্থীরা।

আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কর্মসূচীর অংশ হিসেবে রোববার সকা‌লে আ‌ন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শহীদ মিনা‌রে পুষ্পস্তবক অর্পন ও দু’মিনিট নিরবতা পালন ক‌রেন। এরপরেই মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেন

এরপরে সন্ধ্যা ৬ টা থেকে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এ‌দি‌কে সোমবা‌র বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস থাকায় রাস্তা অবরোধ না করে বি‌ক্ষোভ মি‌ছিল, পোস্টার প্রেজে‌ন্টেশন ও মশাল প্রজ্বলন কর‌বে শিক্ষার্থীরা। ত‌বে মঙ্গলবার থে‌কে আবারও সড়ক অব‌রোধ কর‌বেন বলে জানান তারা।

তিনদফা দাবী‌ না আদায় হওয়া পর্যন্ত ‌বিশ্ব‌বিদ‌্যালয়ে‌র আ‌ন্দোলনরত শিক্ষার্থীরা অনঢ় অবস্থানে থাক‌বেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপু‌রে রূপাতলী বিআর‌টি‌সি বাস কাউন্টা‌রের কর্মচারীর সাথে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের এক ছাত্রকে ছুরিকাঘাত ও ছাত্রী লা‌ঞ্ছনার অভিযোগ ওঠে এরপর ওইদিনই হামলাকারীদের বিচারের দাবিতে কাউন্টারের সামনে সড়ক অবরোধ করলে পরিবহন শ্রমিক নেতারা তাদের অবরোধ তুলে নিতে বললে বাকবিতণ্ডা হয়। এই ঘটনার জের ধরে রূপাতলী হাউ‌জিং এলাকার মে‌সে হামলা চালা‌নোর অভিযোগ ওঠে প‌রিবহন শ্রমিক‌ ও স্থানীয় নেতাদের বিরু‌দ্ধে। এতে প্রায় ২০ শিক্ষার্থী গুরুতর আহত হন।

এর বিচারের দাবীতে বুধবার ভোর থে‌কে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ করেন শিক্ষার্থীরা। ১৪ ঘণ্টা পর প্রশাস‌নের আশ্বা‌সে অব‌রোধ প্রত‌্যাহার করলেও হামলার ঘটনায় বিশ্ববিদ‌্যালয় প্রশাসন মামলা দা‌য়ে‌রের পর সেই মামলা প্রত‌্যাখান ক‌রলে পুনরায় শনিবার সড়ক অব‌রোধ ক‌রেন শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি

ববি প্রতিনিধিঃ পরিবহন শ্রমিক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে বরিশাল নগরী।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুই পরিবহন শ্রমিককে বাসের মধ্য থেকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নগরীর রূপাতলি বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।

গ্রেপ্তার দুই পরিবহন শ্রমিক হ‌লেন- রুপাতলি এলাকার বাসিন্দা সাউথ বেঙ্গল প‌রিবহ‌নের হেলপার মো. ফি‌রোজ মুন্সী ও এম‌কে প‌রিবহ‌নের সুপারভাইজার আবুল বাশার র‌নি।

দাবী না মানায় ৪৮ ঘন্টা পর আবারো উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌রিশাল কোতোয়ালি ম‌ডেল থানার ওসি নুরুল ইসলাম ব‌লেন, গত মঙ্গলবার গভীর রা‌তে নগরীর রুপাতলী হাউ‌জিং এলাকায় ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী‌দের মে‌সে হামলার ঘটনায় বৃহস্প‌তিবার বিশ্ব‌বিদ‌্যালয় প্রশাস‌ন মামলা দা‌য়ে‌র করে। পরে অভিযান প‌রিচালনা করা হয় হামলাকারী‌দের খুঁজতে। এরপর শুক্রবার গভীর রা‌তে রুপাতলী বাসস্ট‌্যা‌ন্ডের এক‌টি বাস থে‌কে তা‌দের গ্রেপ্তার করা হয়।

এছাড়াও অন‌্য হামলাকারী‌দের গ্রেপ্তারে অভিযান অব‌্যাহত র‌য়ে‌ছে। তারা হামলার ও সা‌থে জ‌ড়িত‌দের থাকার কথা স্বীকার করেছ বলেও জানিয়েছেন।

এদিকে আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারো মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পাল্টা অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিক-কর্মচারীরাও। নগরীর রূপাতলি এলাকায় তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়াও আরো প্রায় ১৭ টি রুটে পরিবহন ধর্মঘট করছে তারা। এতে পুরো অচল হয়ে পড়েছে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা।

হামলাকারীদের নাম প্রকাশ করে সংবাদ সম্মেলন ববি শিক্ষার্থীদের

এ বিষয়ে পরিবহন শ্রমিকদের হামলার শিকার ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী‌ ও আন্দোলনের অন‌্যতম নেতা মাহামুদ হাসান তমাল অভিযোগ করে ব‌লেন, ‘রুপাতলী হাউজিং এলাকায় আমা‌দের হারুন অর র‌শিদ ছাত্রাবা‌সে হামলার পর সাম‌নে থাকা মুসা প‌্যালে‌সের সি‌সি ক‌্যা‌মেরায় সব‌কিছু রেকর্ড ছিল। কিন্তু সেই রেকর্ড শুক্রবার সন্ধ‌্যার পর ডি‌বি প‌রিচ‌য়ে ফু‌টেজগু‌লো ডিলিট ক‌রে দেয়। ফ‌ু‌টে‌জে সবকিছু রেকর্ড হ‌য়ে‌ছে। ওই ফু‌টেজ দেখ‌লেই জানা যেত কারা হামলা চা‌লি‌য়ে‌ছে।’

আমি শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চাই: বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসি

ববি প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার রাত দেড়টার সময় বরিশালের রুপাতলি হাউজিং এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে জানান শিক্ষার্থীরা।

গভীর রাতে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেছে স্থানীয় দুর্বৃত্তরা এই ঘটনায় আহত ১৩ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন শিক্ষার্থীদের সাথে বৈঠক শেষে জানান, ” শিক্ষার্থীদের দাবীগুলো নিয়ে সামনে আরো আলাপ-আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবো, আমি শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চাই, তাদের নিরাপত্তা চাই ” এছাড়াও আন্দোলনকারীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ভার গ্রহনের কথা জানান তিনি।

ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবীতে রাতেই রাস্তা অবরোধ করে ঘণ্টাখানেক বিক্ষোভ করেন তারা। এবং ভোর ৭ টা থেকে চলমান আছে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি। দোষীদের আইনের আওতায় না আনলে সড়ক অবরোধ প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। ইতোমধ্যে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে একটি অগ্নিসংযোগ করেন শিক্ষার্থীরা।

আহত যে শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে তারা হলেন, মার্কেটিং বিভাগের শেখ সজিব, ইমন, মিরাজ, মাহবুব রহমান, রসায়ন বিভাগের শাহেদ পারভেজ তানিম ও সোহানুর সোহান, সমাজবিজ্ঞান বিভাগের আলীম সালেহী, গণিত বিভাগের রাজিব ও ফাহিম , মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ইকবাল হাসান ও নুরুল্লা সিদ্দিকী এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জয় ও আলী হোসেন।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য হতে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম জামান বলেন, আমরা কোন আশ্বাসে থেমে থাকবো না, যতক্ষণ যাবত বিচার কার্যক্রম বাস্তবায়ন না হবে আমরা রাজপথ ছাড়ছি না।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর রূপাতলী বিআরটিসি বাস কাউন্টারের স্টাফ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রকে ছুরিকাঘাত ও এক ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগ প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এই ঘটনার সূত্র ধরে গভীর রাতে শ্রমিক নেতাদের আঁতাতে আবারো শিক্ষার্থীরা হামলার শিকার হন বলে জানিয়েছেন তারা।

মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২০

ববি প্রতিনিধিঃ বুধবার মধ্যরাতে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। রাত দেড়টার দিকে বরিশাল রুপাতলী হাউজিংয়ের আবাসিক এলাকার ১৯, ২২ ও ২৩ নং রোডে অবস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসের সামনে এই ঘটনা ঘটে বলে জানা যায়। এ হামলায় বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতরা হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ফাহিম, সমাজবিজ্ঞান বিভাগের আলিম সালেহী বাকি, শেখ সজিব,রাজিব, রসায়ন তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহান,মার্কেটিং তৃতীয় বর্ষের মাহবুব রহমান,দোদল ফরাজি, মৃত্তিকাও পরিবেশ বিজ্ঞান বিভাগের ইকবাল এবং মাহমুদুল হাসান তমাল সহ আরো অনেকে। আহতরা বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে ভর্তি আছেন।

ঘটনার তিব্রতায় শুনে বরিশালের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন শিক্ষার্থীরা। অনেকে রুমে বসেই আতঙ্কে সামজিক যোগাযোগ মাধ্যমে বাঁচার আকুতি জানাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বাস কর্মচারীর ছুরিকাঘাত, উত্তাল বরিশাল নগরী

রাতে হামলার শিকার হওয়া এক শিক্ষার্থী জানান, এত রাতে পুলিশ আর ভাড়াটে গুন্ডারা কি নাটক সাজিয়েছে বুঝতে পারছি না,পুলিশ ও কয়েকটি অচেনা ছেলেরা আমাকে মেরেছে। আমার এক ফ্রেন্ডকে পুলিশ ধরে নিয়ে গ্যাছে তখন, পুলিশ আমার কলার ধরছে, আমাকে বাসার ঠিকানা জিজ্ঞেস করলে ৯ নম্বর রোড বলি,আর ভার্সিটির পরিচয় দেওয়ায় আগন্তুক ছেলেরা ‘তোদেরকেই তো খুঁজছি ‘ বলেই পুলিশের সামনেই আতর্কিত আক্রমণ করে, কোনভাবে জীবন নিয়ে ফিরেছি।

এখনও পর্যন্ত বরিশালের রুপাতলী হাউজিংয়ের আবাসিক এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা যায়।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের দ্বারা একাধিকবার ফোন দিলেও পাওয়া যায় নি।

উল্লেখ্য,গতকাল বাস শ্রমিক কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও লাঞ্চিতের ঘটনাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ও অবরোধ কর্মসূচির পর স্থানীয় রাজনৈতিক নেতার সাথে কথা-কাটাকাটি হয় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমালের সে সূত্র ধরেই এমন ঘটনা ঘটেছে বলেও ধারনা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বাস কর্মচারীর ছুরিকাঘাত, উত্তাল বরিশাল নগরী

ববি প্রতিনিধিঃ বরিশালের বিআরটিসি বাস কাউন্টারের এক কর্মচারীর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে। এসময় এক শিক্ষার্থী আহত এবং এক নারীকে হেনস্তার স্বীকার হতে হয়।

মঙ্গলবার বিকেল তিনটায় নগরীর রুপাতলি বিআরটিসি বাস কাউন্টারে টিকিট সংগ্রহের সময় কথা-কাটাকাটির জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।

অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী তৌফিক নিজ গৃহ সজল যশোর যাওয়ার সময় টিকিট সংগ্রহের জন্য কাউন্টারে আসেন, বাস শিডিউল নিয়ে প্রশ্ন করলে কর্মচারীদের একজন বাজে ব্যবহার করে যার প্রতিবাদ করতে গেলে এ ছুরিকাঘাতের ঘটনার স্বীকার হন।

এ সময় বরিশাল অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে রাস্তা অবরোধ ও কাউন্টার ভাংচুর শুরু করে। অভিযুক্ত কর্মচারীকে গ্রেফতার করা হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল বলেন ‘ এই বিআরটিসি কর্মকর্তারা এর আগেও বহুবার শিক্ষার্থীদের গায়ে হাত তোলার দুঃসাহস দেখিয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি যাতে করে আগামীতে এরকম দুঃসাহস কেউ না পায়”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস ২৪ ঘন্টার মধ্যে বিআরটিসি কর্তৃপক্ষের সাথে মিটিং রেখে এর সমাধানের আশ্বাস প্রদান করেছেন।

দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভর্তি পরীক্ষা: জবি ভিসি

ক্যাম্পাস টুডে ডেস্কঃ দেশের ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এই বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে নেওয়া হবে সেটার সিদ্ধান্ত হবে সামনে উপাচার্যদের সাধারণ সভায় বলে জানিয়েছেন গুচ্ছ ভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। সাধারণ সভা চলতি মাসের শেষদিকে আহবান করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

আজ রবিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আমার সংবাদকে গুচ্ছ ভর্তি পরিক্ষার বিষয়ে তিনি এসব কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘ দেশে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিব। এছাড়া আগের বছরের প্রথমবর্ষের শিক্ষার্থীদেরও পরীক্ষা নিয়ে দ্বিতীয় বর্ষে ওঠানো যায়নি। আগে তাদের পরীক্ষা নিয়ে দ্বিতীয় বর্ষে ওঠাতে হবে। আর প্রথমবর্ষের পরীক্ষা নিয়েই তো আর আমরা ক্লাস নিতে পারবো না। এজন্য এ বিষয়ে তাড়াহুড়ো নেই।

দ্বিতীয় বার পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের বিষয়ে তিনি জানান, আমরা আগেই জানিয়েছি এ বছর যারা পাশ করেছে ও গতবছর যারা পাশ করেছে শুধু তাদের পরীক্ষা নেওয়া হবে। এছাড়া প্রত্যেক বিশ্ববিদ্যালয় আগে যেভাবে ভর্তি করত এবারও সেভাবে ভর্তি করবে। যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের ভর্তি করাতে চায় তারা করবে। যারা করতে চাই না তারা করবে না। তবে যে শিক্ষার্থী বর্তমানে কোন একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তারা যদি দ্বিতীয় বারের মতো পরিক্ষা দিতে চাই তাহলে তাদের পরিক্ষার সেন্টার হবে অধ্যয়নরত ওই বিশ্ববিদ্যালয় বাদে অন্য যেকোন বিশ্ববিদ্যালয়ে। কম্পিউটারে এটার প্রোগ্রামিং করে দেওয়া হবে জানান তিনি।

“আমরা আগেই এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, কীভাবে পরীক্ষা হবে তাও বলে দিয়েছি। সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না।” তার বক্তব্যে তিনি যোগ করেন।

তিনি আরও গণমাধ্যমকে জানিয়েছেন মেডিকেল, প্রকৌশলসহ আরো অনেক ধরনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একটির মধ্যে যাতে আরেকটি পরীক্ষা না পড়ে যায়, সেজন্য আমাদের উপাচার্যদের সভায় সিদ্ধান্ত হবে। সাধারণত মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা আগে অনুষ্ঠিত হয়।

প্রাতিষ্ঠানিক ই – মেইল সহ স্মার্ট কার্ড পাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

 

ববি প্রতিনিধি

প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি, স্মার্ট আইডি কার্ড সহ স্বল্প মূল্যে ইন্টারনেট সুবিধা পেতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আজ (৩ ডিসেম্বর ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে প্রাথমিক ভাবে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানজমেন্ট বিভাগ ও সিএসই বিভাগের চেয়ারম্যানদের হাতে ই-মেইল আইডি প্রদানের মাধ্যম বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি প্রদানের উদ্বােধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

পর্যায়ক্রমে বাকি বিভাগের শিক্ষার্থীদেরকেও প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি প্রদান করা হবে বলে জানানো হয়। এর মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশের সাথে একাডেমিক যোগাযোগ ও গবেষণা কার্যক্রম সুচারুরুপে চালিয়ে যেতে পারবে বলে উল্লেখ করা হয়।

একই সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য একাউটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যানদের হাতে শিক্ষার্থীদের প্রদানের জন্য স্মার্ট আইডি কার্ড হস্তান্তর করেন।

এর আগে সকাল ১১টায় উপাচার্য সভাকক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং গ্রামীন ফােনের মধ্যে একটি সমঝােতা চুক্তি স্মাক্ষরিত হয়। চুক্তির আওতায় গ্রামীন ফােন ববির শিক্ষার্থীদেরকে স্বল্পমূল্যের ইন্টারনেট সুযোগসহ সিম প্রদান করবে।

যার মাধ্যমে শিক্ষার্থীরা ২১০ টাকায় ৩০দিন মেয়াদী ৩০জিবি ইন্টারনেট এবং ৯৯ টাকায় ৩০দিন মেয়াদী ১০জিবি ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে। এসময় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্টার (অ.দা.) বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, প্রভােস্ট, পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা এবং গ্রামীন ফােনর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের শিক্ষার্থীদরেকে এ স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়েছিলো। দীর্ঘদিন বাদে বাকি বিভাগের শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের কার্যক্রম পুনরায় এর মাধ্যম শুরু হলাে।

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার দাবিতে ববিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 

ববি প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ ও দেশের অন্যান্য স্থানে ঘটে যাওয়া ধর্ষণের দ্রুত বিচার ও ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা ৪ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রতিবাদী মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

ভূমি ও পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শাহবাজ মিঞা শোভন,আক্তারুজ্জামান সিয়াম,হৃদয় বিশ্বাস,অদিতি দাশ,রাজু গাজী,আনিকা সরকার সিঁথি প্রমুখ।

এসময় বক্তারা জানায়, বাংলাদেশ আজ ধর্ষকদের চারণভূমিতে পরিনত হয়েছে। ধর্ষকদের কঠোর সাজা না হওয়ার কারনেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর থেকে পরিত্রান লাভের জন্য তিব্রতর আন্দোলনের কোন বিকল্প নাই।

এসময় বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ধারাবাহিক ভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি প্রদান করেন।

শিক্ষার্থী হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি প্রতিনিধি


বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থী আমির হামজা ও তার পরিবারের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

‌গত ২৫ আগস্ট ২০২০ ইং তারিখে যশোরে মাদক ব্যবসার বিরোধিতা করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আমির হামজা ও তার পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা করা হয়। এতে তার পরিবারের প্রত্যেক সদস্য শারীরিকভাবে আহত হয় এবং উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানোর প্রয়োজন হয়। পরিবারের সদস্যদের পক্ষ থেকে এই ঘটনার দাবিতে মামলা করা হলেও দৃশ্যত আইনী কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এই মামলাকে সামনে রেখে এবং তার পরিবারকে উচ্ছেদ করতে বদ্ধপরিকর মাদকব্যবসায়ীরা পূণরায় তার ভাইয়ের উপর হামলা চালায় এবং মাথা ফাটিয়ে দেয়।

উক্ত ঘটনার তীব্র নিন্দাসহ বিচারের দাবিতে আজ ২৪সেপ্টেম্বর বিকাল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মাহমুদুল হাসান তমালের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ‌আখতারুজ্জামান সিয়াম,‌আল আমিন হোসেন, ‌রাজু গাজী,‌আলমগীর হোসেন, ‌আলিসা মুনতাজ,‌সুজয় শুভ,‌খাজা আহমেদ প্রমুখ।

বক্তব্যে শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ যশোরের পুলিশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন,অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে শাস্তি নিশ্চিত কর‍তে হবে এবং আমির হামজার পরিবারের প্রত্যেক আহত সদস্যদের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে।

এছাড়াও আগামী ৪৮ঘন্টার মধ্যে বিচার কার্যক্রম শুরু না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন বক্তারা।