৭ম শ্রেণি বাংলা এসাইনমেন্ট ৯ম সপ্তাহ ২০২১

৭ম শ্রেণি বাংলা এসাইনমেন্ট ৯ম সপ্তাহ ২০২১ – Class 7 Bangla Assignment Answer 9th Week 2021. এসাইনমেন্ট প্রকাশের ধারাবাহিকতায় ৭ম শ্রেণি ৯ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট বাংলা ও বিজ্ঞান প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) । ২৭ জুন ২০২১ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইটে ৬ষ্ট ,৭ম্‌ ৮ম এবং ৯ম শ্রেণি ৯ম সপ্তাহের এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রকাশিত হয়েছে।

৯ম সপ্তাহের এসাইনমেন্ট এ সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা (সপ্তবর্ণা) এবং বিজ্ঞান বিষয়ের এসাইনমেন্ট দেয়া হয়েছে। এর আগে ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ইংরেজি এবং চারু ও কারুকলা প্রকাশ করা হয়েছিল।

করোনায় ২০২০ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ গত মার্চ থেকে বন্ধ রয়েছে। এদিকে, ২০২০ সালের মতো ২০২১ সালের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন এর লক্ষ্যে ধারাবাহিক এসাইনমেন্ট প্রকাশিত হচ্ছে। সপ্তম শ্রেণির নবম সপ্তাহের বাংলা ও বিজ্ঞান বিষয়ের এসাইনমেন্ট সম্পন্ন করে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবে।

৭ম শ্রেণি বাংলা এসাইনমেন্ট ৯ম সপ্তাহ ২০২১

অধ্যায় ও শিরোনামঃ পদ্য (কবিতা), পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পার্ট নম্বর ও বিষয়বস্তু: কবি জসীম উদ্দীন রচিত আমার বাড়ি;

এসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ সাহিত্য পর্যালোচনা

আমার বাড়ি কবিতায় বন্ধুকে আপ্যায়নের জন্য কি কি আয়োজন ও খাবারের কথা উল্লেখ আছে? কবিতায় বর্ণিত আপ্যায়নের সাথে বর্তমান সময়ের অতিথি আপ্যায়নের সাদৃশ্য-বৈসাদৃশ্য নিজের পারিবারিক অভিজ্ঞতার আলোকে লিখ।

অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনাঃ পাঠ্যপুস্তক নিজের অভিজ্ঞতার সমন্বয়ে লিখবে।

শতভাগ মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে তোমাদের জন্য সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের তৃতীয় এসাইনমেন্ট পারিবারিক অভিজ্ঞতার আলোকে কবিতায় বর্ণিত আপ্যায়নের সাথে বর্তমান সময়ের অতিথি আপ্যায়নের সাদৃশ্য ও বৈসাদৃশ্য চিহ্নিত করে একটি বাছাই করার নমুনা উত্তর প্রস্তুত করে দেয়া হলো। নিচের নমুনা উত্তর দেখুন বাটনে ক্লিক করে নমুনা উত্তর টি দেখে নিতে পারো।

পারিবারিক অভিজ্ঞতার আলোকে কবিতায় বর্ণিত আপ্যায়নের সাথে বর্তমান সময়ের অতিথি আপ্যায়নের সাদৃশ্য ও বৈসাদৃশ্য

৭ম শ্রেণি বাংলা এসাইনমেন্ট ৯ম সপ্তাহ ২০২১ এর নমুনা উত্তর

কবি জসীমউদ্দীনের আমার বাড়ি কবিতায় কবি তার বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছিলেন আপ্যায়ন করার জন্য। এটিই তাঁর এক শহরের বন্ধুকে মূলত গ্রামের বাড়িতে আপন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি মূলত তার বন্ধুকে পল্লী প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি তাকে বিভিন্নভাবে আপ্যায়ন করবেন বলে বর্ণনা করেছেন। গ্রামের মানুষ যাতে অতিথিকে আপ্যায়ন করে তা হল শালি ধানের চিড়া বিনি্ন ধানের খই বাড়ির গাছের কবরী কলা ও হাতে পাতা ঘন দই দিয়ে। তিনি মূলত এই ধরনের খাবারের কথাগুলোই কবিতাতে বর্ণনা করেছেন।

কবি এইসব খাবার দিয়ে বন্ধুকে আপ্যায়নের সঙ্গে সঙ্গে তার আনন্দ বিনোদন ও বিশ্রামের জন্য বিভিন্ন ব্যবস্থা করে রাখবেন যাতে সবকিছু দেখে বন্ধুর মহান মন মূগ্ধ ও পরিতৃপ্ত হয়।

অতিথি আপ্যায়নের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিজের পারিবারিক অভিজ্ঞতার আলোকে লিখ:

কবিতায় বর্ণিত আপ্যায়নের সাথে বর্তমান সময়ে অতিথি আপ্যায়নের কোন প্রকার সাদৃশ্য নেই বললেই চলে কারন কবিতায় কবি বলেছেন তার বন্ধুকে তিনি শালি ধানের চিড়া ও বিনি্ন ধানের খই এবং বাড়ির গাছের কবরী কলা ও হাতে পাতা ঘন ঘন দই দিয়ে আপ্যায়ন করবেন কিন্তু বর্তমান সমাজে এইধরনের রীতিগুলো একদম উঠে গেছে বললেই চলে।

বর্তমানে শহরের বন্ধুরা গ্রামে ঘুরতে আসলে এই ধরনের আয়োজন তেমন একটা চোখে পড়ে না তবে কিছু কিছু বাড়িতে এটি পরিলক্ষিত করা যায়।

তবে বর্তমানে অতিথিকে আপ্যায়নের জন্য সালের ধানের চিড়া না দিলেও মুড়ি অথবা দই দেয়া হয়।

আমরা এই অংশে কিছুটা সাদৃশ্য পরিলক্ষিত করি।

যদি আমাদের পরিবারের আলোকে বলতে চাই তাহলে বলতে পারি যে আমাদের পরিবারে এ ধরনের রীতি গুলো কেমন মেনে চলা হয় না।

কবিতার আলোকে বলতে গেলে কবিতায় কবি সফল হয়েছেন কিন্তু আমাদের সমাজে আমাদের পরিবারের কথা যদি বলতে চাই তাহলে বলতে পারি যে আমরা কবিতার কোভিদ মতো করে এখনো নেই বললেই চলে।

কবিতার সময়ের সমাজগুলোর ছিল সুশৃংখল ও আরো বড় মনের মানুষের দ্বারা তৈরি।

কিন্তু বর্তমানে আমরা বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা সকল পরিবেশের জিনিসগুলোকে হারিয়ে ফেলেছি বলে চলে।

প্রাকৃতিক জিনিসগুলোকে বিলীন করে দেওয়ার জন্য আমাদের সমাজ যথেষ্ট ভূমিকা পালন করতেছে।

আমার পরিবারের আলোকে এখানে বৈসাদৃশ্য গুলোই বেশি বলে আমি লক্ষ্য করি।

আশা করি তোমরা সকলে ৭ম শ্রেণি বাংলা এসাইনমেন্ট ৯ম সপ্তাহ ২০২১ এর উত্তরটি ভালোভাবে করতে পেরেছ আমরা পরবর্তী থাকবে আস্তে আস্তে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব।

 

৬ষ্ঠ শ্রেণির বাংলা এসাইনমেন্ট ৬ সপ্তাহ | Class 6 Bangla Assignment 6th Week

৬ষ্ঠ শ্রেণির বাংলা এসাইনমেন্ট ৬ সপ্তাহ | Class Six 6th Week Bangla Assignment | Class 6 Bangla 6th Week Assignment Question & Solution. Bangla Assignment Question & Solution. Class 6 Assignment Question & Solution. Class 6 Bangla Assignment 6th Week

৬ষ্ঠ শ্রেণির বাংলা এসাইনমেন্ট ৬ সপ্তাহ প্রশ্ন ( বাংলা ২য় পত্র ) । Class Six 6th Week Bangla Assignment Question

৬ষ্ঠ শ্রেণির বাংলা এসাইনমেন্ট ৬ সপ্তাহ | Class Six 6th Week Bangla Assignment

অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম

ব্যাকরণ অংশ: ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন

এ্যাসাইনমেন্ট / নির্ধারিত কাজ

খ:) নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে লিখ: সকাল বেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিছু জানে না না সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতিদ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবলিওয়ালা ও কাবলিওয়ালা।

১ম সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির বাংলা এ্যাসাইনমেন্ট ২০২১ | Class 6 Bangla Assignment Answer 2021

মূল্যায়ন নির্দেশক

চলতি ভাষার নিয়ম অনুযায়ী অনুচ্ছেদের প্রতিটি বাক্য শুদ্ধ হবে।
যথাস্থানে বিরাম চিহ্ন বসাতে হবে।



প্রশ্নে দেওয়া আছে- নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে লিখ: সকাল বেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারােয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিছু জানে না না সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতিদ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবলিওয়ালা ও কাবলিওয়ালা।

৬ষ্ঠ শ্রেণির বাংলা এসাইনমেন্ট ৬ সপ্তাহ প্রশ্নের উত্তর

আমরা উল্লেখিত অনুচ্ছেদটিতে বিরাম চিন্হ বসিয়ে তা চলিত রীতিতে লিখলাম:

সকাল বেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি এসেই আরম্ভ করে দিল, “ বাবা, রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল, সে কিছু জানে না। না?”

সে আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে অগডুম-বাগডুম খেলতে আরম্ভ করে দিল। আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম-বাগডুম খেলা রেখে জানালার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো “কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা।”

আরও দেখুন ৬ষ্ঠ শ্রেণির ৬ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর-

৬ষ্ঠ শ্রেণির বাংলা এসাইনমেন্ট ৬ সপ্তাহ | Class 6 Bangla Assignment 6th Week

ষষ্ঠ শ্রেণির গণিত এসাইনমেন্ট ৬ সপ্তাহ | Class 6 Math Assignment 6th Week

৬ষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা এসাইনমেন্ট ৬ সপ্তাহ | Class 6 Agriculture Assignment 6th Week

 

আরও দেখুন ৭ম শ্রেণির ৬ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর-

৭ম শ্রেণির বাংলা এসাইনমেন্টে ৬ সপ্তাহ | Class 7 Bangla 6th Week Assignment Answer