কাল থেকে বুটেক্স ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীরা সোমবার (২৪ মে) থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ৬ জুন পর্যন্ত।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেhttp://www.butex.edu.bd লিখিত পরীক্ষার জন্য ৬০০ আসনের বিপরীতে ১৬৯১২ জনকে নির্বাচিত করা হয়েছে। এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৮ জন ভর্তিচ্ছু।

গত ৫ এপ্রিল থেকে বুটেক্স ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলে ৮ মে পর্যন্ত। আগামী ১৮ জুন দুই ঘন্টাব্যাপী লিখিত টাইপ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১০০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করল বুটেক্স শিক্ষার্থীরা

শামীম, বুটেক্স প্রতিনিধি


করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে ১০০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবে তৈরি এ হ্যান্ড স্যানিটাইজারগুলো শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিতরণ করা হয়।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ডাইস ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে। এর আগে আরও ৪০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছিল শিক্ষার্থীরা।

এদিকে গতকাল মঙ্গলবার ১০০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিভাগের ১৫ সদস্যের একটি দল। পরে তা আজ বুধবার বুটেক্সের আবাসিক হলসমূহে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের এমন উদ্যোগে অভিনন্দন জানিয়েছেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম। তিনি জানান, এমন কাজ সত্যিই প্রশংসার দাবিদার। দেশ ও দশের কল্যাণে তোমাদের এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তই কাম্য ছিল।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন বুটেক্স ৪ শিক্ষার্থী

শামীম, বুটেক্স প্রতিনিধি


বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৩৯তম ব্যাচের চার শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ পেয়েছেন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পদকপ্রাপ্ত বুটেক্স এর চার শিক্ষার্থী হলেন-ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের তনিমা রহমান তন্নি, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সোলায়মান বিন আলি, এপ্যারেল ইঞ্জিনিয়ারি বিভাগের সাজিদ এলাহী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট বিভাগের আয়েশা সিদ্দিকা ইমু। তাঁরা বর্তমানে বুটেক্সের শিক্ষক হিসেবে আছেন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ পেয়েছেন বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ওয়েবসাইট সূত্রে জানা গেছে। এর মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে চার শিক্ষার্থী এ পদক পেয়েছেন।

নির্ধারিত সময় পার হলেও শেষ হয়নি বুটেক্স বঙ্গবন্ধু ভবনের নির্মাণ কাজ

শামীম, বুটেক্স


শ্রেণিকক্ষের অপ্রতুলতা, শিক্ষকদের অফিস, ক্যানটিন ব্যবস্থা, ছাত্রীদের জন্য পর্যাপ্ত শৌচাগারের অভাব সহ নানান সমস্যায় অব্যাহত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) একাডেমিক কার্য্যক্রম।

এ সকল সমস্যা দূর করতে ২০১৭ সালে পাশ হয়েছিল ১৫তলা বিশিষ্ট বঙ্গবন্ধু ভবন নির্মাণ কাজের প্রকল্প। একই বছরের জুন মাস থেকে নির্মান কাজ শুরু করে ২০১৯ সালের ডিসেম্বরে এ ভবন প্রশাসনের কাছে হস্তান্তর করার কথা ছিল।

তবে, নানান জটিলতায় পেছাচ্ছে এ ভবনের নির্মান কাজ। ইতোমধ্যেই এ প্রকল্পের জন্য নির্ধারিত ৩০ মাসের সময় শেষ হয়েছে। কন্সালটেন্টদের সময়ের অভাব, অসম্পূর্ণ ও জটিল ডিজাইন, নির্মানকালীন বৃষ্টিপাত, রাজনৈতিক সন্ত্রাসীদের চাদাবাজী সহ নানা কারণে এ বিলম্ব হচ্ছে বলে জানা যায়।

এ ব্যাপারে কথা বললে ’দ্যা ক্যাম্পাস টুডে’ কে প্রকল্প ম্যানেজার জনাব আকবর হোসেন বলেন, “২০১৭ সালে আমরা যখন কাজ শুরু করি, তখন প্রচুর বৃষ্টিপাতের কারণে বেজমেন্টের ৩ মাসের কাজে প্রায় ৭-৮ মাস সময় লেগে যায়। এছাড়া সামনের দিকে ৪০ ফুট সমপরিমাণ উচ্চতা খালি রেখে তারপর কাজ করার কারণে বাড়তি ৩ মাস সময় লেগেছে।”

তিনি আরও উল্লেখ করেন, “কিছু ডিজাইন নতুন করে পরিবর্তন করায় এবং বাতাস আসা যাওয়ার ব্যবস্থা রাখতে জটিল কিছু নতুন ডিজাইনের কাজ করতে হয় বলে নির্মান কাজ বিলম্বিত হচ্ছে।”

নির্মান কাজের এ বিলম্ব হাসিমূখেই মেনে নিচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। শিক্ষা অধিদপ্তরের পরিচালনা ও তত্তাবধানে ভবনের কাজ চললেও প্রশাসনের পক্ষে কাজ তদারকি ও দেখভাল করছেন বিশ্ববিদ্যালয়ের প্রকল্প উন্নয়ন পরিচালক আব্দুস সাত্তার। নির্মান কাজের এ বিলম্ব কোন ধরনের অবহেলার কারণে হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবহেলা না। এই ধরনের কাজ সময়মতো করা যায় যে তা না। ওরা কাজ করে পারছে না।”

সময়ের স্বল্পতা নিয়ে তিনি আরও বলেন, “ওরা বলে, ৩০ মাস কম সময়। এটা আমরাও বুঝি। কিন্তু টেন্ডারের সময় তারা এসব কিছু বলে নি।”

ঠিকাদার প্রতিষ্ঠানের পাশাপাশি বুয়েটের কন্সালটেন্টদের সময়ের অভাব ও সিদ্ধান্তহীনতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। জানা যায়, জটিল ডিজাইন বলে সময়মতো সিদ্ধান্ত দিচ্ছে না কন্সালটেন্টরা। এছাড়া বেশিরভাগ সময় তারা বিদেশে অবস্থান করেন বলে এমনটা হচ্ছে।

ভবন নির্মাণের কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে বলে জানা যায়। তবে, নির্ধারিত সময় অতিবাহিত হলেও নিয়মমাফিক আনুষ্ঠানিকভাবে সময় বাড়ানো হয় নি। তাই, প্রশ্ন উঠেছে কাজের বৈধতা নিয়ে। এ ব্যাপারে প্রকল্প উন্নয়ন পরিচালক বলেন, “নতুন করে সময় তাদের দিতে হবে। তবে, আনুষ্ঠানিকভাবে সেগুলো এখনও সম্পন্ন হয় নি।”

সম্পূর্ণ ভবন নির্মাণ কাজ কবে শেষ হবে এমন তথ্য দিতে পারছেন না কেউ। দাবি অনুযায়ী জানুয়ারির মধ্যে বেজমেন্ট ২ তলা সহ ৬ তলা পর্যন্ত কাজ শেষ করে বুটেক্স প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলে আশা প্রকাশ করেন প্রকল্প ম্যানেজার।

নতুন এ ভবনে ১ম বর্ষের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা যায়। ইতোমধ্যেই সম্মুখভাগের ফটকের কাজ, লাইট ফ্যান সহ ইউটিলিটি লাগানোর কাজ শেষ হয়েছে। এছাড়া মাঠের দিকে ভবনের দক্ষিণ পাশে বসার জন্য গ্যালারি তৈরির কাজ চলছে।

২৪ ঘন্টার ব্যবধানে তিন বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ক্যাম্পাস টুডে ডেস্কঃপ্রায় ২৪ ঘন্টার ব্যবধানে দেশের তিন বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ২য় বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল নোমান। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪৩ তম ব্যাচের ছাত্র সাগর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র কায়সার হোসেন।


বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর আত্নহত্যা


বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে সোনাকুড়ে মেস থেকে নোমানের মরদেহ ও
সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তার রুম থেকে উদ্ধারকৃত সুইসাইড নোটটি প্রকাশ করা হয়নি। মরদেহ ও সুইসাইড নোট উদ্ধারের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টা এবং অন্য শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

জানা গেছে, নোমানের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। প্রথম সেমিস্টারের পরীক্ষায় প্রথম হয়েছিলেন তিনি।

নোমানের বন্ধুরা জানান, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে হতাশায় ভুগছিল । তার বন্ধুরা ধারণা করছেন হয়তো হতাশার কারণেই নোমান আত্মহননের পথ বেছে নিতে পারে। তবে আজ তার আচরণ স্বাভাবিক ছিল। মেসের বাজার করেছে। নামাজ পড়েছে। হঠাৎ করে প্রিয় বন্ধুর আত্মহত্যাকে মেনে নিতে পারছেন না তারা।

এ ব্যাপারে বিএমবি বিভাগের সভাপতি মোঃ লুৎফুল কবির বলেন, ‘আমি ঘটনাটি শুনে হতবাক হয়েছি। খুবই মর্মাহত আমরা। ছেলেটি খুব নম্র-ভদ্র ছিলো। হঠাৎ করে এরকম করার কারণ খুঁজে পাচ্ছি না। ঘটানাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ‘ঘটনাটি শুনে উপাচার্য, ছাত্র উপদেষ্টা এবং কয়েকজন শিক্ষকসহ ঘটনাস্থলে যায়। বিষয়টি ছেলেটির পরিবারকে জানানো হয়েছে।’


বুটেক্স ছাত্রের মৃত্যু


বুটেক্স টুডেঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী সজিবুর রহমান সাগর (২১) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। গত দুই সপ্তাহ ধরে অসুস্থতার সাথে লড়াই করে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সজিবুর রহমান সাগর ২০১৬-১৭ সেশনে বুটেক্সের টেক্সটাইল মেশিনারি ডিজাইন ও মেইনটেইনেন্স ডিপার্টমেন্টে ভর্তি হয়ে লেভেল-৩, টার্ম-২ এ অধ্যয়নরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

সাগরের সহপাঠীরা জানান, দুই সপ্তাহ থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, জন্ডিস ও টাইফয়েডে আক্রান্ত ছিলেন সাগর। প্রথমে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার কিডনিতে ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে।

এদিকে, সজিবুর রহমান সাগরের এ অকাল মৃত্যুতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শোকের ছায়া নেমে এসেছে।


শ্বাসকষ্টে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু


ঢাবি টুডেঃ নিউমোনিয়ায় আক্রান্তের প্রায় ২৫ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী কায়সার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শমরিতা হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর আগে কায়সারের অবস্থা সংকটাপন্ন হলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সমাজসেবা সম্পাদক এবং হল ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কায়সারের জানাজা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জিয়া হল সংসদের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত। তার মৃত্যুতে সহপাঠী এবং জিয়া হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বুটেক্সে’র প্রধান ফটক উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বুটেক্স টুডেঃ নির্মাণ কাজ শুরুর প্রায় ১ বছর পর খুলে দেয়া হলো
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রধান ফটক।

শুক্রবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল প্রধান ফটকের উদ্বোধন করেন।

প্রধান ফটক উদ্ভোদনের সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর উদ্যোগে কলেজ অব টেক্সটাইল টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল আজকের এ বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেক্সটাইল সেক্টরের গুরুত্ব অনুধাবন করে এ প্রতিষ্ঠানকে ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন।”

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের উদ্দেশে বলেন, ‘টেক্সটাইল সেক্টরের উন্নয়ন ও সমৃদ্ধি ধরে রাখতে তোমাদের যোগ্য হয়ে এ সেক্টরের নেতৃত্ব ধরে রাখতে হবে।’

প্রধান ফটক উদ্ভোদনের সময়ে উপস্থিত ছিলেন- বুটেক্সের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম, ডিন ও বিভাগীয় প্রধানগণসহ কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।



সংবাদ প্রেরক ‘দ্য ক্যাম্পাস টুডে’ এর বুটেক্স প্রতিনিধি শামীম।



 

ফারাজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: সেমিফাইনালে বুটেক্স

বুটেক্স টুডেঃ ফারাজ গোল্ডকাপ আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)।

বুধবার (০৯ অক্টোবর) সকালে রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল ম্যাচে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে (শেকৃবি) ১-০ ব্যবধানে জয় পায় তারা।

খেলার প্রথম পাঁচ মিনিটে বুটেক্স দলের অধিনায়ক নাফিস আহমেদের গোলে ১-০ তে এগিয়ে থাকে। প্রথমার্ধ শেষে ১-০ তেই এগিয়ে থাকে বুটেক্স। খেলার দ্বিতীয়ার্ধে অসহায় শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কোনো গোলের মুখ দেখেনি সেইসঙ্গে (১-০) গোলে জয় লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে বুটেক্স ফুটবল একাদশ। ৭০মিনিটের খেলা শেষে ম্যাচ সেরা হন অধিনায়ক নাফিস।



সংবাদ প্রেরক ‘দ্য ক্যাম্পাস টুডে’ এর বুটেক্স প্রতিনিধি শামীম