রেজাল্টের অপেক্ষায় ছাত্র-ছাত্রীরা কান্নাকাটি করছে: শাবিপ্রবি উপাচার্য

ক্যাম্পাস টুডে ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘গত বছর ৫ এপ্রিল থেকে অনলাইন ক্লাস শুরু করেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে। ক্লাস শেষ করে স্বাস্থ্যবিধি মেনে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষাও নেওয়া হয়েছে। কোনো কোনো বিভাগের হয়তো টিউটোরিয়াল বা মৌখিক পরীক্ষা বাকি ছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এসব পরীক্ষাও বন্ধ করতে হয়েছে। এ সময় আমরা মৌখিক পরীক্ষাও নিতে পারিনি। কেউ কেউ পরীক্ষা শেষ করে শুধু রেজাল্টের অপেক্ষায় রয়েছে। এ পরিস্থিতিতে অনেক ছাত্র-ছাত্রী কান্নাকাটি করছে। তাদের অনেকের পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে গিয়ে সংসারের হাল ধরতে হবে।’ আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও জানা যায় উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় সরকারের নির্দেশে বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার কথা ছিল। কিন্তু টিকার কিছুটা সংকট রয়েছে। টিকা দিয়েই বিশ্ববিদ্যালয় খুলবে এটি নিশ্চিত করে বলা যায়। টিকা দেওয়ার আগে ছাত্র-ছাত্রীদের হলে এনেও রাখতে পারব না।’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কীভাবে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে বৃহস্পতিবার (আজ) একাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষে এরপর আবার শুরু হবে অনলাইনে ক্লাস। যত দিন সরাসরি ক্লাস নেওয়া যাবে না তত দিন অনলাইনেই চালিয়ে নিতে হবে।

ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের কেউ কম মেধাবী কেউ বেশি। একটা স্ট্যান্ডার্ড ফলো করে নিতে হবে অনলাইনে পরীক্ষা। অনলাইন পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারে এ বিষয়টিও নিশ্চিত করতে হবে।

দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ভর্তি পরীক্ষা: জবি ভিসি

ক্যাম্পাস টুডে ডেস্কঃ দেশের ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এই বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষা কবে নেওয়া হবে সেটার সিদ্ধান্ত হবে সামনে উপাচার্যদের সাধারণ সভায় বলে জানিয়েছেন গুচ্ছ ভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। সাধারণ সভা চলতি মাসের শেষদিকে আহবান করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

আজ রবিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আমার সংবাদকে গুচ্ছ ভর্তি পরিক্ষার বিষয়ে তিনি এসব কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘ দেশে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিব। এছাড়া আগের বছরের প্রথমবর্ষের শিক্ষার্থীদেরও পরীক্ষা নিয়ে দ্বিতীয় বর্ষে ওঠানো যায়নি। আগে তাদের পরীক্ষা নিয়ে দ্বিতীয় বর্ষে ওঠাতে হবে। আর প্রথমবর্ষের পরীক্ষা নিয়েই তো আর আমরা ক্লাস নিতে পারবো না। এজন্য এ বিষয়ে তাড়াহুড়ো নেই।

দ্বিতীয় বার পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের বিষয়ে তিনি জানান, আমরা আগেই জানিয়েছি এ বছর যারা পাশ করেছে ও গতবছর যারা পাশ করেছে শুধু তাদের পরীক্ষা নেওয়া হবে। এছাড়া প্রত্যেক বিশ্ববিদ্যালয় আগে যেভাবে ভর্তি করত এবারও সেভাবে ভর্তি করবে। যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের ভর্তি করাতে চায় তারা করবে। যারা করতে চাই না তারা করবে না। তবে যে শিক্ষার্থী বর্তমানে কোন একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তারা যদি দ্বিতীয় বারের মতো পরিক্ষা দিতে চাই তাহলে তাদের পরিক্ষার সেন্টার হবে অধ্যয়নরত ওই বিশ্ববিদ্যালয় বাদে অন্য যেকোন বিশ্ববিদ্যালয়ে। কম্পিউটারে এটার প্রোগ্রামিং করে দেওয়া হবে জানান তিনি।

“আমরা আগেই এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, কীভাবে পরীক্ষা হবে তাও বলে দিয়েছি। সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না।” তার বক্তব্যে তিনি যোগ করেন।

তিনি আরও গণমাধ্যমকে জানিয়েছেন মেডিকেল, প্রকৌশলসহ আরো অনেক ধরনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একটির মধ্যে যাতে আরেকটি পরীক্ষা না পড়ে যায়, সেজন্য আমাদের উপাচার্যদের সভায় সিদ্ধান্ত হবে। সাধারণত মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা আগে অনুষ্ঠিত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | SUST Jobs News

জবস নিউজ টুডেঃ শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫টি বিভাগে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর,২০২০ তারিখে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিগপ্তি প্রকাশ করে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যায়- ৫টি বিভাগে সহযোগী অধ্যাপক ১টি ও ৭ টি পদে সহকারী অধ্যাপক নিবে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

নিয়োগ দেওয়া হবে যেসব বিভাগে-
১) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
২) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স
৩) জিওগ্রাফী এন্ড এনভায়রনমেন্ট
৪) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি
৫) পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং

আবেদন জমাদানের শেষ তারিখ

সহযোগী অধ্যাপকঃ ৩১ জানুয়ারি, ২০২১
সহকারী অধ্যাপকঃ ০৭ জানুয়ারি, ২০২১

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করুন- www.sust.edu

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন-

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | SUST Jobs News

র‌্যাগিং: শাবিপ্রবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ে জড়িত থাকায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

১৪ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

রাগিংয়ের ঘটনায় বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, শাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ বর্ষের মোহাম্মদ সোহেল রানা এবং ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী নাফি আনোয়ার সাদি ও নূর-ই-আলম সিদ্দিকী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, র‌্যাগিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ওই ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি (রবিবার) রাতে ২০১৯-২০ সেশনের ছাত্র মোস্তাকিম সাকিবকে সিলেট নগরের একটি মেসে ডেকে নিয়ে যায় ওই ৩ শিক্ষার্থী। ওই মেসে সাকিবকে র‌্যাগ দেন তাঁরা। পরে ভুক্তভোগী শিক্ষার্থী সাকিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেন।