৪র্থ সপ্তাহ : ৬ষ্ঠ শ্রেণি বিজ্ঞান এসাইনমেন্ট ২০২১

৬ষ্ঠ শ্রেণি ৪র্থ সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট ২০২১ – Class 6 Science Assignment 4th Week 2021. এসাইনমেন্ট কার্যক্রম সাময়িক বন্ধ থাকার পর ২৩ মে তারিখে ৪র্থ সপ্তাহের ৬ষ্ঠ ৭ম ৮ম ও ৯ম শ্রেণির এসাইনমেন্ট ২০২১ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (dshe.gov.bd)।

আজ ৬ষ্ঠ শ্রেণির ৪র্থ সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট নিয়ে আলোচনা করা হবে। ৪র্থ সপ্তাহের এসাইনমেন্টের নমুনা সমাধান বা নমুনা উত্তর এখানে দেয়া হয়েছে।

৬ষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট সমাধান ২০২১ – ৪র্থ সপ্তাহ – Class 6 Assignment Answers – 4th week

৪র্থ সপ্তাহ ৬ষ্ঠ শ্রেণি বিজ্ঞান এসাইনমেন্ট/ নির্ধারিত কাজ:

তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লিখ।
১. পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়
২. এটি ঘরের কতটুকু জায়গা (আয়তন)। দখল করেছে তা বের কর।
৩. পড়ার টেবিল যে আয়তনের জায়গা। দখল করে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরবে তা যৌক্তিক কারণসহ ব্যাখ্যা কর।

নিচে ৬ষ্ঠ শ্রেণি ৪র্থ সপ্তাহ এর এসাইনমেন্ট বিজ্ঞান এর নমুনা উত্তর দেওয়া হলো। এখান থেকে সহযোগিতা নিয়ে তোমাদের এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ করতে পার। তবে এই লেখা বা নমুনা উত্তর হুবুহু তোমার এসাইনমেন্টে লিখে স্কুলে জমা দিবে না। শুধু মাত্র এই এসাইনমেন্টের উত্তর লেখার সুবিধার্থে দেওয়া হলো-

নিম্নে আমি আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার পরিমাপ একটি সেন্টিমিটার স্কেলের সাহায্যে মেপে উপস্থাপন করলাম।

আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য = ১৫০ সেন্টিমিটার,
আমার পড়ার টেবিলের প্রস্থ = ৯০ সেন্টিমিটার
এবং আমার পড়ার টেবিলের উচ্চতা = ৮০ সেন্টিমিটার।

উওর-১: আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য = ১৫০ সেন্টিমিটার;
টেবিলের প্রস্থ = ৯০ সেন্টিমিটার।

আমরা জানি, ক্ষেত্রফল = (দৈর্ঘ্যxপ্রস্থ) বর্গ একক।
তাহলে, আমার পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল হবে (১৫০x৯০) বর্গ সেন্টিমিটার = ১৩৫০০ বর্গ সেন্টিমিটার।
সুতরাং আমার পড়ার টেবিলের পৃষ্ঠের নির্ণেয় ক্ষেত্রফল = ১৩৫০০ বর্গ সেন্টিমিটার। (উত্তর)

উত্তর-২ : আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য = ১৫০ সেন্টিমিটার,
টেবিলের প্রস্থ = ৯০ সেন্টিমিটার,
টেবিলের উচ্চতা = ৮০ সেন্টিমিটার

আমার পড়ার টেবিল ঘরের ভেতরের যেটুকু জায়গা দখল করবে সেটাই হবে তার আয়তন।

আমরা জানি, আয়তন = (দৈর্ঘ্যxপ্রস্থ×উচ্চতা) ঘন একক।
সুতরাং আমার পড়ার টেবিলের আয়তন= (১৫০x৯০x৮০) ঘন সেন্টিমিটার।
= ১০৮০০০০ ঘন সেন্টিমিটার।

উত্তর : এটি ঘরের ১০৮০০০০ ঘন সেন্টিমিটার জায়গা দখল করেছে।

উত্তর-৩ : ২ নং থেকে পাই আমার পড়ার টেবিলটি ঘরের ১০৮০০০০ ঘন সেন্টিমিটার জায়গা দখল করেছে।

প্রশ্নমতে, সমআয়তন পাত্রের আয়তন ১০৮০০০০ ঘন সেন্টিমিটার।
ওই পাত্রে যেটুকু পানি ধরবে তা ওই পাত্রের আয়তনের সমান হবে।

আমরা জানি, ১০০০ ঘন সেন্টিমিটার পানির আয়তন ১ লিটার ।
সুতরাং, ১০৮০০০০ ঘন সেন্টিমিটার পানির আয়তন =(১০৮০০০০ ÷ ১০০০) লিটার।
=১০৮০ লিটার।

উত্তর : পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সেই আয়তনের একটি পাত্রে ১০৮০ লিটার পানি ধরবে।

দেশের ক্যাম্পাস তথা শিক্ষা ভিত্তিক অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।